সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার
Published: 17th, September 2025 GMT
নারায়ণগেঞ্জর সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- খোরশেদ (৪৬), রিপন (৩০) ও জয় (২৬)। তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ ব্যাটালিয়ন সদর দফতরের কোম্পানি কমান্ডার লে.
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দায়িত্বপূর্ণ এলাকায় দুর্র্ধষ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত আড়াইটায় বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজসহ খোরশেদ, রিপন ও জয়কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র নেই এবং এগুলো অবৈধ বলেও তারা স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত খোরশেদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় কারাভোগ শেষে জামিনে বের হয়েছে সে। অপর দুইজন রিপন ও জয় খোরশেদের সহযোগী হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানিয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ সন ত র স ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
বিকেলে ছিল ম্যাচ হবে কি না অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অনিশ্চয়তা কেটে ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। তবে বিলম্বিত ম্যাচে আর খুব বেশি অনিশ্চয়তা–নাটকীয়তার দেখা মিলল না। দুবাইয়ে ফেবারিট হিসেবে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করেছে সালমান আগার দল। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করেছে ভারতও। যার অর্থ, ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচের ঘটনার জেরে। সেদিন ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের শুরু ও শেষে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাইক্রফট টসের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি।
শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনায় গতকাল তাঁর পরিচালনায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে খেলতে নামার সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়।
আরও পড়ুনপাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির৬ ঘণ্টা আগেদেরিতে শুরু হওয়া ম্যাচে আমিরাত অধিনায়ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। ফখর জামানের ৩৬ বলে ৫০ আর শেষ দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তান করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬। মূলত আফ্রিদির শেষ দিকের ঝোড়ো ব্যাটিংই পাকিস্তানের রান দেড় শর কাছাকাছি নিয়ে যায়।
নানা নাটকীয়তার পর অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন