চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত লিওনেল মেসি। চেজ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে এমএলএসের ম্যাচে এমএলএস কাপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেসির এ ম্যাচে মায়ামির স্কোয়াডে থাকার সম্ভাবনাই বেশি। মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো গতকাল জানিয়েছেন, আর্জেন্টাইন এ কিংবদন্তি সুস্থ হয়ে উঠে এখন দলে ফিরতে প্রস্তুত। ডান পায়ে চোট পাওয়ায় মায়ামির হয়ে সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মেসি।

আরও পড়ুনঅজ্ঞান হয়ে মাঠের বাইরে, জ্ঞান ফেরার পর করেন হ্যাটট্রিক২ ঘণ্টা আগে

২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে প্রথমার্ধে ডান পায়ের মাংসপেশিতে চোট পান ৩৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। ১১ মিনিটের মাথায় মাঠ ছেড়ে যেতে হয় আটবারের এই ব্যালন ডি’অর জয়ীকে। সুস্থ হয়ে ওঠার পর ১৩ আগস্ট দলীয় অনুশীলনে ফেরেন মেসি। এখন ম্যাচ খেলার মতো ফিট তিনি। সাংবাদিকদের মাচেরানো বলেন, ‘লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন করছে। অদ্ভুত কিছু না ঘটলে শনিবারের ম্যাচে তার স্কোয়াডে থাকা উচিত।’

ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আট গোলের থ্রিলারে হার মেসির মায়ামির

শেষ বাঁশি বাজার পর ড্রেসিং রুমের পথে হাঁটা ধরলেন লিওনেল মেসি। বেশ দ্রুততার সঙ্গে গটগট করে হেঁটে চলে গেলেন ড্রেসিংরুমে। চোখেমুখে হতাশা স্পষ্ট। ফেরার পথে কারও সঙ্গে হাত মেলানো কিংবা শুভেচ্ছা বিনিময়ও করেননি। টানা দ্বিতীয় ম্যাচে গোল না পাওয়ায় কি মনটা ভালো ছিল না? সেটা হতেও পারে আবার নাও পারে। তবে দলের হারে যে মন ভার ছিল সেটা স্পষ্ট। মেসি মাঠে থাকতেও আট গোলের থ্রিলারে শেষ পর্যন্ত হেরেছে তাঁর দল ইন্টার মায়ামি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারাল মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়ন নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে। ৩২ ম্যাচে ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও ৬৫ এর বেশি পয়েন্ট হবে না।

সুয়ারেজ জোড়া গোল করলেও দলকে জেতাতে পারেননি

সম্পর্কিত নিবন্ধ

  • আট গোলের থ্রিলারে হার মেসির মায়ামির