মেসিকে নিয়ে সুখবর দিলেন মাচেরানো
Published: 16th, August 2025 GMT
চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত লিওনেল মেসি। চেজ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে এমএলএসের ম্যাচে এমএলএস কাপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেসির এ ম্যাচে মায়ামির স্কোয়াডে থাকার সম্ভাবনাই বেশি। মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো গতকাল জানিয়েছেন, আর্জেন্টাইন এ কিংবদন্তি সুস্থ হয়ে উঠে এখন দলে ফিরতে প্রস্তুত। ডান পায়ে চোট পাওয়ায় মায়ামির হয়ে সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মেসি।
আরও পড়ুনঅজ্ঞান হয়ে মাঠের বাইরে, জ্ঞান ফেরার পর করেন হ্যাটট্রিক২ ঘণ্টা আগে২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে প্রথমার্ধে ডান পায়ের মাংসপেশিতে চোট পান ৩৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। ১১ মিনিটের মাথায় মাঠ ছেড়ে যেতে হয় আটবারের এই ব্যালন ডি’অর জয়ীকে। সুস্থ হয়ে ওঠার পর ১৩ আগস্ট দলীয় অনুশীলনে ফেরেন মেসি। এখন ম্যাচ খেলার মতো ফিট তিনি। সাংবাদিকদের মাচেরানো বলেন, ‘লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন করছে। অদ্ভুত কিছু না ঘটলে শনিবারের ম্যাচে তার স্কোয়াডে থাকা উচিত।’
ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেসি-রোনালদোকেও ছাড়িয়ে গেলেন সন, গড়লেন নতুন রেকর্ড
মেজর লিগ সকারে পা রাখতেই যেন সারা বিশ্ব মাতিয়ে তুলেছেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন। লস এঞ্জেলেস এফসির নতুন সদস্য হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি ভেঙে ফেলেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের রেকর্ড।
ক্লাবের সহ-সভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটনের ভাষায়, সনের নাম্বার ৭ জার্সি এখন শুধু এমএলএস নয়, পুরো বিশ্বের সব খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি। এমনকি লেব্রন জেমস বা স্টিফেন ক্যারির মতো বিশ্বখ্যাত বাস্কেটবল তারকারাও তার এই বিক্রির স্রোতের পেছনে পড়ে গেছেন।
গত ৭ আগস্ট টটেনহাম হটস্পার থেকে ১৯.৫ মিলিয়ন পাউন্ডে সন লস এঞ্জেলেসে পা রাখেন। যা এমএলএস ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি। এরপর থেকে স্টেডিয়াম ভর্তি দর্শক, উচ্ছ্বসিত সমর্থক আর টিকিট বিক্রির হুড়োহুড়ি যেন থামছেই না।
আরো পড়ুন:
চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো
নেই মেসি, হারল মায়ামি
ক্লাবের অফিসিয়াল স্টোরে সনের ৭ নম্বর জার্সির দাম ধরা হয়েছে ১৯৫ ডলার। বিক্রির হার এতটাই বেশি যে ডেলিভারিতেও দেখা দিয়েছে বিলম্ব। মাঠে পা রাখার আগেই সমর্থকদের হৃদয় জিতে নেওয়ার এই সাফল্য সনের ক্যারিয়ারে যেন নতুন এক অধ্যায় রচনা করল।
এ পর্যন্ত ঠিক কতো লাখ বিক্রি হয়েছে সেটা নির্দিষ্ট করে না জানালেও কেউ কেউ ধারণা করছেন এক সপ্তাহেই সংখ্যাটা ৫ লক্ষাধিক। যেখানে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম মাসে ৫ লাখ জার্সি বিক্রি হয়েছিল।
ঢাকা/আমিনুল