বিএসইসির সাবেক চেয়ারম্যান গ্রেফতারআগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা চালু হচ্ছে কালফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিতরমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করবে পাকিস্তানরিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানজেনিথ ইসলামী লাইফের সব সূচকেই প্রবৃদ্ধি১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই নির্বাচন হতে হবে: গোলাম পরওয়াররমজানে কম লাভ করে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টারগুচ্ছভর্তি পরীক্ষায় থাকছে ২০ বিশ্ববিদ্যালয়জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
পলিয়েস্টারের শাল ১০ বছর ধরে রেশমের বলে চালিয়ে দেওয়া হয়েছে মন্দিরে
পলিয়েস্টারের তৈরি শাল রেশম পণ্য হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুমালা মন্দিরে। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশক ধরে ৫৪ কোটি টাকার এই শাল কেলেঙ্কারির বুধবার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
একটি অভ্যন্তরীণ নজরদারি তদন্তের পর এই কেলেঙ্কারি প্রকাশ পায়। সেখানে দেখা গেছে,একজন ঠিকাদার টেন্ডার নথিতে উল্লেখিত খাঁটি তুঁত রেশম পণ্য হিসেবে বিল করার সময় ধারাবাহিকভাবে শতভাগ পলিয়েস্টার শাল সরবরাহ করেছিলেন।
মন্দির পরিচালনাকারী ট্রাস্ট তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) এর বোর্ডের চেয়ারম্যান বিআর নাইডুর নেতৃত্বে উদ্বেগ প্রকাশের পর শুরু হওয়া অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ করা জালিয়াতির পরিমাণ প্রকাশ পেয়েছে।
ঠিকাদার শালের জন্য বাধ্যতামূলক খাঁটি তুঁত রেশমের পরিবর্তে সস্তা পলিয়েস্টার উপাদান সরবরাহ করেছিলেন। এই শালগুলো মন্দিরের প্রধান দাতাদের কাছে উপস্থাপন করা হয় এবং বেদশির্বচনমের মতো মন্দিরের আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়।
১০ বছর ধরে এই অনিয়ম সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে মন্দির ট্রাস্টের আনুমানিক ৫৪ কোটি রুপিরও বেশি ক্ষতি হয়েছে।
বিআর নাইডু বলেন, “প্রায় ৩৫০ রুপির দামের একটি শালের দাম ধরা হয়েছে এক হাজার ৩০০ রুপি। মোট সরবরাহের পরিমাণ ৫০ কোটি রুপিরও বেশি হবে। আমরা এসিবি (দুর্নীতি দমন ব্যুরো) তদন্তের দাবি জানিয়েছি।”
শালের নমুনা বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য দুটি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল, যার মধ্যে একটি কেন্দ্রীয় সিল্ক বোর্ডের (সিএসবি) অধীনে ছিল। উভয় পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে উপাদানটি পলিয়েস্টার ছিল, যা টেন্ডারের নির্দিষ্টকরণের স্পষ্ট লঙ্ঘন। টিটিডিতে কাপড় সরবরাহের জন্য একটি একক সংস্থা এবং তার সহযোগী সংস্থা দায়ী বলে জানা গেছে।
ভিজিল্যান্স রিপোর্টের পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে, টিটিডি ট্রাস্ট বোর্ড ফার্মের সাথে বিদ্যমান সমস্ত টেন্ডার বাতিল করেছে এবং পুরো বিষয়টিকে একটি বিস্তৃত ফৌজদারি তদন্তের জন্য রাজ্য দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) -এর কাছে প্রেরণ করেছে।
মন্দিরের প্রসাদে ব্যবহৃত ভেজাল ঘি এর অভিযোগ এবং পরকামণি (হুন্ডির টাকা গণনা) চুরির মামলার সাথে সম্পর্কিত বহুল প্রচারিত বিষয়গুলোর পরে, শাল কেলেঙ্কারিটি সাম্প্রতিক সময়ে টিটিডিকে জর্জরিত করেছে। এই ধারাবাহিক কেলেঙ্কারিগুলো বিশ্বের অন্যতম ধনী ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, যার ফলে মন্দিরের ক্রয় শৃঙ্খলের মধ্যে দীর্ঘমেয়াদী বিক্রেতাদের যাচাই এবং সততা সম্পর্কে বিস্তৃত প্রশ্ন উঠেছে।
ঢাকা/শাহেদ