বিএসইসির সাবেক চেয়ারম্যান গ্রেফতারআগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা চালু হচ্ছে কালফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিতরমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করবে পাকিস্তানরিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানজেনিথ ইসলামী লাইফের সব সূচকেই প্রবৃদ্ধি১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই নির্বাচন হতে হবে: গোলাম পরওয়াররমজানে কম লাভ করে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টারগুচ্ছভর্তি পরীক্ষায় থাকছে ২০ বিশ্ববিদ্যালয়জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেতা, রাকিন আবসারকে কতটা জানেন
‘শৈশবে আম্মু চাইতেন, আমি পাইলট হই, আব্বু চাইতেন, আর্মি অফিসার হই। কিন্তু আমার স্বপ্ন ছিল, অভিনয়। আমি সব সময় অভিনয়টাই করতে চেয়েছি। যেহেতু অভিনয়ে যেতে পারিনি, ফলে কনটেন্ট ক্রিয়েশন (নির্মাণ) শুরু করি,’ বললেন রাকিন আবসার। ২০১১ সাল থেকে কনটেন্ট নির্মাণ করেন তিনি। নিজেই অভিনেতা, নিজেই প্রযোজক। কমেডি করে পরিচিতি পেয়েছেন বেশি। ২০১৫ সালের পর থেকে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন। তাঁকে চিন্তা করেও কোনো কোনো চরিত্র লেখা হয়েছে। অডিশনও দিয়েছেন। তবে শেষ পর্যন্ত আর কোনো চরিত্রই করা হয়ে ওঠেনি। অবশেষে সেপ্টেম্বরে ওয়েব সিনেমা ‘প্ল্যান বি’-তে মূল চরিত্রে রাকিনকে দেখা গেল। ২৮ সেপ্টেম্বর বায়োস্কোপ প্লাসে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন নাহিদ হাসনাত। রাকিন জানালেন, ‘আমাকে চিন্তা করেই চরিত্রটি লেখা হয়েছিল। তিন দিনে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে।’
কনটেন্ট নির্মাণ থেকে সিনেমায়
বেশ কয়েকজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরই বলিউডে ক্যারিয়ার গড়েছেন। কনটেন্ট ক্রিয়েটর প্রজক্তা কলি নেটফ্লিক্সের সিরিজ ‘মিসম্যাচ’, ধর্মা প্রডাকশনের ‘যুগ যুগ জিও’ সিনেমায় আলোও কেড়েছেন। অভিনয়কে ক্যারিয়ার হিসেবেও নিয়েছেন কেউ কেউ। তবে আমাদের এখানকার চিত্রটা আলাদা। রাকিন বলেন, ‘দেশে কনটেন্ট ক্রিয়েশন থেকে কেউ সচরাচর অভিনয়ে ক্যারিয়ার গড়েনি। হলেও খুব রেয়ার। কনটেন্ট ক্রিয়েটররা অভিনয় করতে পারে, সেটা অনেকে জানে কিন্তু মেইনস্ট্রিম ইন্ডাস্ট্রিতে জিনিসটা এখনো গ্রহণযোগ্য হয়ে ওঠেনি।’