ইউক্রেনের ১০ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন
Published: 13th, December 2025 GMT
রাশিয়ার হামলায় জ্বালানি ও শিল্প অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইউক্রেনের দশ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। শনিবার ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিনিপ্রোপেট্রোভস্ক, কিরোভোহ্রাদ, মাইকোলাইভ, ওডেসা এবং চেরনিহিভ অঞ্চলে আঘাত হেনেছে রাশিয়া। এই পাঁচটি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দিয়েছে। হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে এবং আগুন নেভানো ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে।
আরো পড়ুন:
ইউরোপীয় নেতাদের ‘দুর্বল’ বলে সমালোচনা করলেন ট্রাম্প
শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে: জেলেনস্কি
যুদ্ধের সময় ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা সাধারণ ছিল। তবে শীতকাল শুরু হওয়ার সাথে সাথে মস্কো হামলা আরো তীব্র করেছে।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাতারাতি হামলায় রাশিয়া ৪৫০ টিরও বেশি ড্রোন এবং ৩০ টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা হামলায় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ অস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ট্র্যাক করা কঠিন। কারণ তারা উড়ানের মাঝখানে দিক পরিবর্তন করতে পারে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ব্যাপক সামরিক কার্যকলাপের কারণে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক গ্রিড প্রভাবিত হয়েছে। এর ফলে রাতারাতি সমস্ত অফসাইট বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন র
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলি করে আওয়ামি লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান
দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণকে সবার ওপর আঘাত হিসেবে দেখছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেছেন, “দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ আমাদের সবার উপরে আক্রমণ। অগাস্ট মাসের ৫ তারিখ বাংলার পবিত্র মাটি থেকে হিন্দুস্তানি আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পতন হয়েছে। হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামি লীগ পুনর্বাসন হবে না।”
আরো পড়ুন:
বিএনপির প্রতিবাদ কর্মসূচি: নয়াপল্টনে এসে মিলছে সব পথের মিছিল
গুলি হাদির মাথার ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিকে বেরিয়ে গেছে: ডিজি
শনিবার (১৩ ডিসেম্বর) পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, “এক আবু সাঈদ শহীদ হওয়ার পরে লক্ষ আবু সাঈদ গর্জে উঠেছিল। এক রক্তাক্ত হাদিকে দেখে লক্ষ হাদি প্রস্তুত। হিন্দুস্তানি আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না, আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না; পুরাতন জালেম, নতুন জালেম চলবে না। বাংলার বীর ওসমান হাদিকে আমরা রাজপথে অগ্রণী ভূমিকায় ফেরত চাই। আসুন আমরা দোয়া করি, মহান রাব্বুল আলামিন হাদিকে যেন দ্রুত পূর্ণ সুস্থতা দান করে।”
জাগপা মুখপাত্র বলেন, “তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে হাদির ওপর হামলা প্রমাণ করে দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় নাই। দুই-একজন প্রার্থী বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরবে, আর বাকিদের কী হবে?”
“জুলাইয়ে লুট হওয়া তেরোশোর অধিক অস্ত্র এখনো উদ্ধার হয় নাই। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং এই আক্রমণের পিছনে থাকা সকল রাঘব-বোয়ালদের আইনের আওতায় আনতে হবে,” যোগ করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ঢাকা মহানগর যুগ্ন আহ্বায়ক সাব্বির আহাম্মেদ উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল