ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
Published: 13th, December 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়গুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় খোলা থাকবে। এর পাশাপাশি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার অফিস এবং উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার অফিসও খোলা রাখতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব কার্যালয় খোলা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতি থাকতে হবে।
পরিপত্রে আরও বলা হয়, মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং বাছাই বা গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও এ–সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনসংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম গ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে উল্লিখিত অফিসসমূহ খোলা রাখা এবং প্রয়োজনে অফিস সময়ের পরও অফিস খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তবে পরিপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকেল ৫টার পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। একইভাবে কোনো প্রার্থী প্রার্থিতাও প্রত্যাহার করতে পারবেন না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত র গ রহণ
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৪ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করার পাশাপাশি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের সদস্যরা বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনের সঙ্গে সাক্ষাৎ করেন। রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে এ কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের অন্য সদস্যরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী সাখাওয়াত হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়শা জাহান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক।
নির্বাচনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার তারেক বিন আতিক বলেন, ‘২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।’
তারেক বিন আতিক জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ১৭ এবং ১৮ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর বেলা দুইটায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২১ ডিসেম্বর সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ ডিসেম্বর বেলা আড়াইটায়।
শিক্ষক সমিতির ১৫ সদস্যের কার্যকরী পরিষদে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ১০ জন কার্যনির্বাহী সদস্য থাকবেন।