ঢাকায় ‘জুলাই রেবেলস’ নামে একটি সংগঠনের এক সদস্যের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান। আজ রোববার ভোরে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় ‘জুলাই রেবেলস’ সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এতে তিনি আহত হন। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানের সমর্থক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের পরদিন উত্তরায় জুলাই রেবেলসের সদস্যের ওপর হামলা হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

এই ঘটনায় মামলা হলে হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এর ধারাবাহিকতায় রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

ডিএমপি জানায়, মামলার সুষ্ঠু তদন্ত ও এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জুলাই অভ্যুত্থানের সমর্থক সংগঠন জুলাই রেবেলসের ফেসবুক পেজে ঘোষণা দেওয়া আছে—‘জুলাইয়ে আমরা ফ্যাসিবাদের কবর দিয়েছি, নব্য ফ্যাসিবাদের সূচনা হতে দেব না।’

রেজওয়ানের ওপর হামলার জন্য ‘জুলাই রেবেলস’ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দায়ী করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ল ই র ব লস সদস য ড এমপ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দোয়া

বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় মোহাম্মদ আলীর নিজেস্ব ভেজিটেবল অয়েল মেইলে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে ফতুল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এছাড়াও শতশত কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতি ও জাতির সার্বিক কল্যাণের জন্যও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে সব সময় আপসহীন থেকেছেন। মানুষের পাশে থাকা এবং দেশের সার্বিক উন্নতি ও মুক্তচিন্তার পক্ষে তার ভূমিকা সবসময়ই প্রশংসিত। 

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ