বন্দরে আওয়ামী লীগ নেতা তুলার গোডাউনে অগ্নিকান্ড
Published: 13th, December 2025 GMT
বন্দরে আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামের তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও অগ্নিকান্ডে প্রায় ১০/১২ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে মালকি পক্ষ দাবি করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় বন্দর উপজেলার ধামগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মদনপুর টু মদনগঞ্জ মহাসড়কের কুড়িপাড়া বটতলাস্থ মেসার্স জান্নাত ট্রেডার্স নামক তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মেশিনের ঘর্ষনের কারনে অগ্নিকান্ডে সূত্রপাত ঘটে। এ ঘটনায় গোডাউনসহ বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ১০/১২ লাখ টাকা ক্ষতিসাধন হয়।
এ ছাড়াও অগ্নিকাণ্ডের স্থান থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ ড উন খবর প
এছাড়াও পড়ুন:
ওসমান হাদি গুলিবিদ্ধ: ঝালকাঠিতে সড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
শনিবার বিকেল পাঁচটার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ধরে চলা অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অবরোধকারীরা সড়কে নামাজ আদায় করেন। এবং হাদির সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের প্রশাসন এখনও গ্রেপ্তার করতে পারেনি এটা লজ্জার। হামলার ঘটনা পরিকল্পিত এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর তারা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ঢাকা/অলোক//