‘পাল্প ফিকশন’ অভিনেতার রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার
Published: 13th, December 2025 GMT
হলিউডের পার্শ্ব চরিত্রের জনপ্রিয় অভিনেতা পিটার গ্রিন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর। ‘পাল্প ফিকশন’ ও ‘দ্য মাস্ক’–এ খলচরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। গতকাল শুক্রবার নিউইয়র্ক সিটির লোয়ার ইস্ট সাইড এলাকার নিজ অ্যাপার্টমেন্টে তাঁর মরদেহ পাওয়া যায়। অভিনেতার ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেতার মৃত্যুর খবরটি প্রকাশ করে নিউইয়র্ক ডেইলি নিউজ।
গ্রেগ এডওয়ার্ডস জানান, গ্রিনের ফ্ল্যাটে টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গান বাজতে থাকায় সন্দেহ তৈরি হয়। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কয়েক দিন আগেই তিনি অভিনেতার সঙ্গে কথা বলেছিলেন বলে জানান এডওয়ার্ডস।
এনবিসি নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় গ্রেগ এডওয়ার্ডস বলেন, ‘খলচরিত্রে পিটার গ্রিনের মতো দক্ষ অভিনেতা খুব কমই ছিলেন। তবে পর্দার আড়ালে তিনি ছিলেন ভীষণ কোমল হৃদয়ের মানুষ। তাঁর হৃদয় ছিল অনেক বড়—যেটা অনেকেই জানতেন না।’
এখন পর্যন্ত পিটার গ্রিনের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
অভিনয়জীবন
১৯৯০ সালে একটি টেলিভিশন ক্রাইম সিরিজে অভিনয়ের মাধ্যমে পিটার গ্রিনের পর্দায় যাত্রা শুরু। ১৯৯২ সালে তাঁর প্রথম চলচ্চিত্র মুক্তি পায়। নব্বই দশকের শুরুতেই তিনি একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে আলাদা করে নজর কাড়েন।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য মাস্ক’ ছবিতে ভিলেন চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। একই বছরে কোয়েন্টিন টারান্টিনোর কাল্ট ছবি ‘পাল্প ফিকশন’–এ তাঁর উপস্থিতি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুয়ার নেশায় সর্বস্ব বাজি, সব হারালেও চমক কি তখনো বাকি
সিনেমাটি শুরু থেকেই পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, সিনেমাটি ‘অতি পরিচালনার ভারে ভারী’, কারও মতে সিনেমার নির্মাণ ভালো হলেও গভীরতা নেই। তবে মত যাই হোক না কেন, এই সিনেমার জাঁকজমকপূর্ণ চিত্রায়ণ আপনাকে মুগ্ধ করবে। কথা হচ্ছিল ‘ব্যালেড অব আ স্মল প্লেয়ার’ সিনেমাটি নিয়ে। গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি, এবার এসেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
একনজরেসিনেমা: ‘ব্যালেড অব আ স্মল প্লেয়ার’
ধরন: ড্রামা, ক্রাইম, মিস্ট্রি
পরিচালক: এডওয়ার্ড বার্গার
উপন্যাস: লরেন্স অসবর্ন
চিত্রনাট্যকার: রোয়ান জোফে জফে
সময়কাল: ১ ঘণ্টা ৪১ মিনিট
অভিনয়ে: কলিন ফ্যারেল, ফালা চেন, টিলডা সুইনটন
‘ব্যালেড অব আ স্মল প্লেয়ার’ বানিয়েছেন জার্মান চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এডওয়ার্ড বার্গার। তিনি সাহিত্য থেকে সিনেমা বানাতে সিদ্ধহস্ত। ‘অল কোয়াইট অন ওয়েস্টার্ন ফ্রন্ট’, ‘কনক্লেভ’-এর পর এবার নতুন সিনেমাটি তিনি বানিয়েছেন লরেন্স অসবর্নের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলিন ফ্যারেল।
‘ব্যালেড অব আ স্মল প্লেয়ার’ একজন জুয়াড়ির গল্প। লর্ড ডয়েল (কলিন ফ্যারেল) চীনের ম্যাকাও শহরের একটি বিলাসবহুল হোটেলে থাকেন। তাঁর দিন-রাত কাটে ক্যাসিনোতে, ঘুম থেকে উঠেই চলে যান ক্যাসিনোর ফ্লোরে; ফেরেন মধ্যরাতে। তবে জুয়ায় তাঁর দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। নিজের যৎসামান্য যা অর্থ ছিল তা নিয়েই খেলতে নামেন। কিন্তু সে টাকাও হারান জুয়া খেলে।
‘ব্যালেড অব আ স্মল প্লেয়ার’-এর দৃশ্য। নেটফ্লিক্স