যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান বাংলাদেশ মহিলা পরিষদের
Published: 13th, December 2025 GMT
যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এই আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা ও মানবতাবিরোধী মৌলবাদী চক্র জামায়াত-শিবির এ দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। আজ থেকে ৫৪ বছর আগে পাকিস্তানি সামরিক জান্তা নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি, বুদ্ধি ও মেধার দিক দিয়ে পঙ্গু করে দিতে এ দেশে বুদ্ধিজীবীদের হত্যা করে। ঘৃণ্যতম রাজাকার, আলবদর, আলশামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধী শত্রুরা স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুরের বধ্যভূমিতে হত্যা করে। তাই ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে একটি শোকাবহ দিন। এই দিনে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। জাতি প্রতিবছর এই দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে আসছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাঙালির সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অর্জনসমূহ ধ্বংস করা হচ্ছে। এই কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মকে অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক, যুক্তিবাদী চিন্তাচেতনা সমৃদ্ধ মুক্তচিন্তার নাগরিক হিসেবে তৈরি হতে বাধা সৃষ্টি করবে।
এই অপশক্তিকে প্রতিরোধে মহিলা পরিষদ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল, ’৭২–এর সংবিধানে বিশ্বাসী, জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে সব নাগরিকের সম-অধিকার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা ও মানবিক সংস্কৃতিসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ সচেতন দেশবাসীকে নারীর প্রতি নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, নারী নির্যাতন মুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন, দেশে আইনের শাসন নিশ্চিত, মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, যুক্তিবাদী, সমতাভিত্তিক, জেন্ডার সংবেদনশীল, মানবিক বাংলাদেশ গড়ার এবং যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান জানাচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আহ ব ন জ ন
এছাড়াও পড়ুন:
মামলা করবেন না শিশু সাজিদের বাবা, গর্ত খোঁড়া ব্যক্তি আত্মগোপনে
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের বাবা ছেলের লাশ উদ্ধারের পর অভিযোগ করেছিলেন, এটি অবহেলাজনিত মৃত্যু। তিনি বিচার চান। তবে এখন তিনি মামলা করতে চাচ্ছেন না। এদিকে যিনি গর্তটি খুঁড়েছিলেন, সেই কছির উদ্দিন ঘটনার পর থেকেই আত্মগোপনে আছেন। উপজেলা সেচ কমিটির অনুমোদন না নিয়েই অবৈধভাবে তিনি ওই গর্ত খুঁড়েছিলেন।
গত বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের কছির উদ্দিনের জমিতে থাকা গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের প্রায় ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর বৃহস্পতিবার রাতে মাটির ৫০ ফুট নিচ থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। সাজিদ (২) ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।
শনিবার সন্ধ্যায় যোগাযোগ করলে রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে মামলা করব না। আমাদের সবার কথা যে আল্লাহর মাল আল্লাহই নিয়েছে।’ সাজিদের মৃত্যুর পর কছির উদ্দিনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বিচার চেয়েছিলেন—স্মরণ করালে রাকিবুল বলেন, ‘ঠিক আছে ভাই। এ কথা বলার মানে, এই কথা থেকে যেন গোটা দেশ সতর্ক থাকে। এই ভুলটা যেন আর কেউ না করে। আমার বাচ্চাটা যেভাবে গেছে ভাই, সবাই যদি একটু আগে থেকে সচেতন হয়; তাহলে ইনশা আল্লাহ এই ক্ষতিটা হবে না। আমার দ্বারা যাতে আর দশজনে শিক্ষাটা পায়।’
মামলা না করতে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে রাকিবুল বলেন, ‘আমার ওপর কোনো চাপ নাই। কারণ গোটা দেশ আমাদের পক্ষে আছে। ইনশা আল্লাহ পুলিশ প্রশাসন সবাই আমাদের পক্ষে আছে। কোনো চাপ নাই।’ কছির উদ্দিন কিছু বলেছে কি না, প্রশ্ন করলে বলেন, ‘না ভাই। উনি এখনো আসে নাই। ওনার সঙ্গে আমি এখনো যোগাযোগ পাই নাই। উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি।’
আরও পড়ুনগর্তে পড়া সাজিদের ‘মা, মা’ ডাক ভুলতে পারছেন না মা১২ ডিসেম্বর ২০২৫কছির উদ্দিন স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী। তাঁর ভাই আব্দুল করিম স্থানীয় ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। এখন জামায়াতের টিম সদস্য। এটি সম্মানীয় পদ। কছির উদ্দিন আগে বিদেশে ছিলেন। দেশে ফেরার পর পানির ব্যবসা শুরু করেন। এলাকায় বসিয়েছেন পাঁচটি অগভীর নলকূপ। অবৈধভাবে অন্য নামে বিদ্যুৎ–সংযোগ নিয়ে এসব নলকূপ চালান তিনি।
বছরখানেক আগে উপজেলা সেচ কমিটির অনুমোদন ছাড়াই আরও একটি নলকূপ বসাতে বোরিং (গর্ত) করেন কছির উদ্দিন। তবে মাটির ৯০ ফুট গভীরে যাওয়ার পর সেখান থেকে পাথর উঠতে থাকে। এ জন্য পরপর তিনটি স্থান বোরিং করান। তারপরও পানির সন্ধান পাওয়া যায়নি। সেই পরিত্যক্ত গর্তে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়।
আরও পড়ুন‘আমার মতো আর কারও যেন সন্তান না হারায়’১২ ডিসেম্বর ২০২৫তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেচ কমিটির সভাপতি নাঈমা খান বলেন, কছির উদ্দিনের অবহেলার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আগে থেকেই কছির উদ্দিনের কয়েকটি সেচপাম্প আছে বলে শুনেছেন। সেগুলো বৈধ কি না যাচাই করতে হবে। তবে যে সেচপাম্পের গর্তে পড়ে সাজিদের মৃত্যু হয়েছে, সেটির জন্য কছির উপজেলা সেচ কমিটির অনুমোদন নেননি। তিনি বেআইনি কাজ করেছিলেন।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘আমরা সবকিছুই দেখছি। ব্যবস্থা হবে।’ অভিযুক্ত কছির উদ্দিন গত বুধবার থেকেই আত্মগোপনে। তাই তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
আরও পড়ুনগর্ত থেকে উদ্ধার শিশু সাজিদের আজ জানাজা, দোষী ব্যক্তিদের বিচার চান বাবা১২ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনরাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই১১ ডিসেম্বর ২০২৫