রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় সিংহীর খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য এই কর্মচারীর গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। আবু বক্কর নামে ওই কর্মচারী খাঁচা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

সেই খাঁচার দায়িত্বশীল কর্মচারী স্থায়ী দৈনিক শ্রমিক আবু বক্করকে বরখাস্ত করা হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার।

আরও পড়ুনচিড়িয়াখানায় কেমন আছে ‘ডেইজি’০৭ ডিসেম্বর ২০২৫

৫ ডিসেম্বর চিড়িয়াখানার খাঁচা থেকে ডেইজি নামের সিংহীটি বেরিয়ে পড়লে সেদিনই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির নেতৃত্ব দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা.

মো. বয়জার রহমান। কমিটির অপর সদস্য হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। তাঁরা গত বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম শনিবার রাতে প্রথম আলোকে বলেন, তিনি জানতে পেরেছেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। তবে তিনি সেই প্রতিবেদন এখনো পাননি। তবে তিনি জানতে পেরেছেন, তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে স্থায়ী দৈনিক শ্রমিক আবু বক্কর সিংহের খাঁচা লক (বন্ধ করতে) ভুলে গিয়েছিলেন। বিষয়টি জানার পর তাঁকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনজাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহী, দুই ঘণ্টা পরে নিয়ন্ত্রণে০৫ ডিসেম্বর ২০২৫

জানা গেছে, সেই তদন্ত প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে একটি হলো নিরাপত্তা বাড়ানো। অর্থাৎ, এখন যিনি খাঁচার দরজা লাগান, তাঁরই দায়িত্ব তা চেক (পরীক্ষা করা লেগেছে কিনা) করা। সুপারিশে বলা হয়েছে, যিনি খাঁচার দরজা বন্ধ করবেন, অন্য একজন ব্যক্তি তা পরীক্ষা করে দেখবেন লেগেছে কিনা?

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য জনবল বাড়ানোর সুপারিশও করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ করানোর বিষয়টিও উঠে এসেছে। এ ছাড়া চিড়িয়াখানার খাঁচাগুলো পুরোনো। সে জন্য সেগুলো সংস্কার করার সুপারিশও এসেছে।

সিংহী ‘ডেইজি’ খাঁচা থেকে বেরিয়ে আসার ঘটনার পর খাঁচার বেষ্টনী আরও মজবুত করার পরিকল্পনা করেন কর্মকর্তারা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র পর র চ লক

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দোয়া

বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় মোহাম্মদ আলীর নিজেস্ব ভেজিটেবল অয়েল মেইলে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে ফতুল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এছাড়াও শতশত কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতি ও জাতির সার্বিক কল্যাণের জন্যও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে সব সময় আপসহীন থেকেছেন। মানুষের পাশে থাকা এবং দেশের সার্বিক উন্নতি ও মুক্তচিন্তার পক্ষে তার ভূমিকা সবসময়ই প্রশংসিত। 

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ