ডিসেম্বর মাস শুধু বিজয়ের নয়, এই মাস পুরোনো বিভেদ ভুলে নতুন করে হাত মেলানোরও মাস। আজ আমরা দৃষ্টি ফেরাব সুদূর আফ্রিকায়। জিম্বাবুয়ে—একসময়ের রোডেশিয়া, যারা তাদের অভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘাতের সমাপ্তি টেনেছিল এই ডিসেম্বর মাসের ২২ তারিখেই। তাদের এই দিনটি পরিচিত ‘জাতীয় একতা দিবস’ হিসেবে।

১৯৮০ সালে দীর্ঘ সংগ্রামের পর শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের কবল থেকে জিম্বাবুয়ে স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দেশটির প্রধান দুই রাজনৈতিক শক্তি ও তাদের সশস্ত্র শাখা—রবার্ট মুগাবের জানু এবং জশুয়া এনকোমোর জাপুর মধ্যে শুরু হয় তীব্র ক্ষমতার দ্বন্দ্ব। সদ্য স্বাধীন দেশটিতে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে, যা ইতিহাসে ‘গুকুরাহুন্ডি’ নামে পরিচিত। হাজার হাজার মানুষ প্রাণ হারায়, দেশটি চলে যায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ছিল নিজেদের মধ্যকার এই সংঘাতে।

১৯৮৭ সালের ২২ ডিসেম্বর জিম্বাবুয়ের প্রধান দুই রাজনৈতিক নেতা রবার্ট মুগাবে (ডানে) ও জশুয়া এনকোমো (বাঁয়ে) ঐতিহাসিক ‘ইউনিটি অ্যাকর্ড’ এর সই করেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিম মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া তাঁর আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

আজ রোববার সকালে ফয়সাল করিম মাসুদ ও তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের চিঠি সব ব্যাংকে পাঠানো হয় বলে এনবিআরের একটি সূত্র নিশ্চিত করেছে।

ফয়সাল করিম মাসুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্য।

গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে আততায়ী। তিনি বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

চাঞ্চল্যকর ওই গুলির ঘটনায় এখনো সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। যদিও গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্র জানায়, ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁর ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এ ছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সম্পর্কিত নিবন্ধ