Risingbd:
2025-12-13@18:03:26 GMT

স্বর্ণের দাম আরো বাড়ল

Published: 13th, December 2025 GMT

স্বর্ণের দাম আরো বাড়ল

দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে তিন হাজার ৪৫২ টাকা। সে হিসেবে রবিবার (১৪ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায় মিলবে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আরো পড়ুন:

বাড়ল স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী রবিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।

যেখানে শনিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ দুই হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ  এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা দরে বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

ঢাকা/নাজমুল/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ র দ ম র দ ম হব এক ল খ

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলি করে আওয়ামি লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান

দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণকে সবার ওপর আঘাত হিসেবে দেখছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। 

তিনি বলেছেন, “দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ আমাদের সবার উপরে আক্রমণ। অগাস্ট মাসের ৫ তারিখ বাংলার পবিত্র মাটি থেকে হিন্দুস্তানি আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পতন হয়েছে। হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামি লীগ পুনর্বাসন হবে না।” 

আরো পড়ুন:

বিএনপির প্রতিবাদ কর্মসূচি: নয়াপল্টনে এসে মিলছে সব পথের মিছিল

গুলি হাদির মাথার ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিকে বেরিয়ে গেছে: ডিজি

শ‌নিবার (১৩ ডিসেম্বর) পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, “এক আবু সাঈদ শহীদ হওয়ার পরে লক্ষ আবু সাঈদ গর্জে উঠেছিল। এক রক্তাক্ত হাদিকে দেখে লক্ষ হাদি প্রস্তুত। হিন্দুস্তানি আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না, আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না; পুরাতন জালেম, নতুন জালেম চলবে না। বাংলার বীর ওসমান হাদিকে আমরা রাজপথে অগ্রণী ভূমিকায় ফেরত চাই। আসুন আমরা দোয়া করি, মহান রাব্বুল আলামিন হাদিকে যেন দ্রুত পূর্ণ সুস্থতা দান করে।”

জাগপা মুখপাত্র বলেন, “তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে হাদির ওপর হামলা প্রমাণ করে দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় নাই। দুই-একজন প্রার্থী বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরবে, আর বাকিদের কী হবে?”

“জুলাইয়ে লুট হওয়া তেরোশোর অধিক অস্ত্র এখনো উদ্ধার হয় নাই। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং এই আক্রমণের পিছনে থাকা সকল রাঘব-বোয়ালদের আইনের আওতায় আনতে হবে,” যোগ করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ঢাকা মহানগর যুগ্ন আহ্বায়ক সাব্বির আহাম্মেদ উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ