এমবাপ্পেসহ ১২ জনকেই না পাওয়ার শঙ্কায় আলোনসো, রিয়ালের সামনে কী অপেক্ষা করছে
Published: 13th, December 2025 GMT
রিয়াল মাদ্রিদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৮ ম্যাচে জয় মাত্র ২টি। এর জেরে কোচ জাবি আলোনসোর চাকরিও ঝুলে আছে সুতায়। যেকোনো পরিস্থিতিতে ব্যর্থতার দায়ে হারাতে পারেন চাকরি। এমন পরিস্থিতির মধ্যেই খেলোয়াড়দের চোট পরিস্থিতির প্রতিবেদন দিচ্ছে আরও খারাপ খবর।
রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ আগামীকাল আলাভেজের বিপক্ষে। লা লিগার ম্যাচটিতে স্কোয়াডের ১২ জনকেই না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন। যার মধ্যে আছেন কিলিয়ান এমবাপ্পেও।
গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে। এরপর বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পুরোটা সময় বেঞ্চে বসে থাকতে দেখা গেছে তাঁকে।
আরও পড়ুন৮ ম্যাচে মাত্র ২ জয় রিয়ালের, চাকরি হারানোর শঙ্কার মুখেও ‘ইতিবাচক’ আলোনসো১১ ডিসেম্বর ২০২৫এ ছাড়া ২৫ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডের একটি আঙুলও ভাঙা অবস্থায় রয়েছে। একই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড আর এদের মিলিতাওয়ের মতো নিয়মিত একাদশের খেলোয়াড়েরাও।
দুঃসময় পার করছে রিয়াল মাদ্রিদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউক্রেনের ১০ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন
রাশিয়ার হামলায় জ্বালানি ও শিল্প অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইউক্রেনের দশ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। শনিবার ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিনিপ্রোপেট্রোভস্ক, কিরোভোহ্রাদ, মাইকোলাইভ, ওডেসা এবং চেরনিহিভ অঞ্চলে আঘাত হেনেছে রাশিয়া। এই পাঁচটি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দিয়েছে। হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে এবং আগুন নেভানো ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে।
আরো পড়ুন:
ইউরোপীয় নেতাদের ‘দুর্বল’ বলে সমালোচনা করলেন ট্রাম্প
শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে: জেলেনস্কি
যুদ্ধের সময় ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা সাধারণ ছিল। তবে শীতকাল শুরু হওয়ার সাথে সাথে মস্কো হামলা আরো তীব্র করেছে।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাতারাতি হামলায় রাশিয়া ৪৫০ টিরও বেশি ড্রোন এবং ৩০ টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা হামলায় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ অস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ট্র্যাক করা কঠিন। কারণ তারা উড়ানের মাঝখানে দিক পরিবর্তন করতে পারে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ব্যাপক সামরিক কার্যকলাপের কারণে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক গ্রিড প্রভাবিত হয়েছে। এর ফলে রাতারাতি সমস্ত অফসাইট বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঢাকা/শাহেদ