চট্টগ্রামের বাঁশখালীতে দেশে তৈরি করা একটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাঁশখালী থানার যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন আহমদ মোস্তফা (২৬) ও অনীক কান্তি দে (২৪)। তাঁরা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার বাসিন্দা। এর মধ্যে মোস্তফা জব্দ করা মিনিট্রাকটির চালক ও অনীক সহকারী।

পুলিশ জানায়, রাতে উপজেলার ডায়াবেটিক হাসপাতালের সামনে ডিবি ও থানা-পুলিশের তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছিল। মহেশখালী থেকে চট্টগ্রামমুখী মিনিট্রাকটিতে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় মিনিট্রাকের সামনের আসনের পেছনে দেশে তৈরি আগ্নেয়াস্ত্রটি (এলজি) পাওয়া যায়। এরপর চালক ও সহকারীকে গ্রেপ্তার এবং মিনিট্রাকটি জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

খালেদ সাইফুল্লাহ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মিনিট্রাকটির চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি তাঁরা কোথায় পেয়েছেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সহক র

এছাড়াও পড়ুন:

আকর্ষণীয় বেতনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) পূর্ণকালীন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক ব্যবসায় বিভাগে সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়টি। ইউআইইউ জানিয়েছে, নির্বাচিত কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হবে।

পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা

সহযোগী অধ্যাপক ও প্রভাষক দুটি পদেই একজন করে কর্মী নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫

সহযোগী অধ্যাপক পদে যোগ্যতা: পিএইচডি ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। পিএইচডি না থাকলে চার বছরের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০–এর কম থাকা চলবে না। এই পদে অনার্স বা স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন; সঙ্গে কমপক্ষে তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

প্রভাষক পদে যোগ্যতা: প্রভাষক পদের জন্য চার বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানেও শিক্ষাজীবনের কোনো স্তরেই সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০–এর কম থাকা চলবে না।

আরও পড়ুনপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ১৩ ডিসেম্বর ২০২৫আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। হার্ড কপি আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের লিংক:

আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার)।

ইউআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরই সাক্ষাৎকার বা উপস্থাপনার জন্য ডাকা হবে। যোগ্য কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ–সুবিধা দেওয়া হবে। প্রয়োজনে বিজ্ঞাপনের শর্তাবলি পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আরও পড়ুনএ সপ্তাহের (৫-১১ ডিসেম্বর) সেরা ১০ চাকরি: দুর্যোগ ব্যবস্থাপনা-বিদ্যুতে বড় নিয়োগ১২ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনচট্টগ্রাম ওয়াসা ৯ম-১০ম গ্রেডে নেবে ২১ জন, আবেদনের সুযোগ বছরের শেষ দিন পর্যন্ত১৩ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ