যৌন অপরাধী এপস্টাইনের নারীদের সঙ্গে ট্রাম্পের নতুন ছবি
Published: 13th, December 2025 GMT
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সম্পত্তি থেকে জব্দ করা নতুন কিছু ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে এপস্টাইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন এবং ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের ছবি রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে প্রকাশিত ৭০টি ছবি হাউস তদারকি কমিটির কাছে প্রকাশিত প্রায় এক লাখ ছবির একটি ছোট সংখ্যার প্রতিনিধিত্ব করে। কমিটি এপস্টাইনের আচরণ এবং সংযোগগুলো তদন্ত করছে। ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি জেল কক্ষে যৌন অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর আত্মহত্যা করে মারা গিয়েছিলেন।
শুক্রবারের দ্বিতীয় ব্যাচে এপস্টাইনের দ্বীপের বাড়ির বাইরের অংশে নির্মাণ কাজের ছবি রয়েছে। তিনটি ছবিতে ট্রাম্পের সাবেক রাজনৈতিক উপদেষ্টা স্টিভ ব্যাননকে দেখানো হয়েছে - এর মধ্যে দুটি এপস্টাইনের সাথে এবং একটিতে অ্যালেনের সাথে একটি সামাজিক পরিবেশে। ১৯টি ছবির মধ্যে তিনটিতে ট্রাম্পকে দেখা গেছে। একটিতে তিনি ছয় নারীর সাথে ছবি তুলেছেন, যাদের মধ্যে কয়েকজন হাওয়াইয়ের পোশাক পরে আছেন এবং যাদের মুখ কালো করে দেওয়া হয়েছে। দ্বিতীয়টিতে, তাকে এপস্টাইনের সাথে দেখা যাচ্ছে যেখানে তিনি স্বর্ণকেশী চুলের একজন নারীর কথা শুনছেন এবং রসিকতা উপভোগ করছেন। তৃতীয়টিতে, যা দৃশ্যত একটি বিমানে তোলা হয়েছে যেখানে ট্রাম্প লম্বা স্বর্ণকেশী চুলের আরেক নারীর সাথে বসে আছেন।
একটি ছবিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে এপস্টাইন ও ম্যাক্সওয়েলের পাশে পোজ দিতে দেখা গেছে। এই ম্যাক্সওয়েল হচ্ছেন সেই নারী যিনি এপস্টাইন এবং তার সহযোগীদের জন্য কিশোরী মেয়েদের যৌন নির্যাতনের জন্য সরবরাহ করতেন।
ছবিগুলো প্রসঙ্গ বা ক্যাপশন ছাড়াই প্রকাশ করা হয়েছিল। তবে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট এবং তদারকি কমিটির র্যাঙ্কিং সদস্য রবার্ট গার্সিয়ার মতে, এই ছবিগুলো ধনী ব্যক্তিদের সাথে এপস্টাইনের সংযোগ সম্পর্কে আরো প্রশ্ন উত্থাপন করে।
তিনি একটি বিবৃতিতে বলেছেন, “হোয়াইট হাউসের এই আড়াল করার এবং জেফ্রি এপস্টাইন ও তার শক্তিশালী বন্ধুদের বিচার করার সময় এসেছে। এই বিরক্তিকর ছবিগুলো এপস্টাইন ও বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী কিছু ব্যক্তির সাথে তার সম্পর্ক সম্পর্কে আরো প্রশ্ন উত্থাপন করে। আমেরিকান জনগণ সত্য না পাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।”
হোয়াইট হাউস এক বিবৃতিতে এই প্রকাশের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ডেমোক্র্যাটরা রাজনৈতিক উদ্দেশ্যে এবং ‘একটি মিথ্যা আখ্যান তৈরির চেষ্টা করার জন্য’ ছবিগুলো বেছে বেছে প্রকাশ করছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাখাইনে হাসপাতালে বোমা হামলায় বাংলাদেশের নিন্দা
মিয়ানমারের রাখাইন রাজ্যে হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে পোস্ট করা এক বার্তায় এই নিন্দা জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়, রাখাইনের একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি রাজ্যটিতে সাম্প্রতিক সময়ে সহিংসতা ও আন্তর্জাতিক মানবিক আইনের (ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল) লঙ্ঘনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে।
বার্তায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ কোনো ধরনের ভেদাভেদ ছাড়াই বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা সুরক্ষার ওপর গুরুত্ব দেয়। একই সঙ্গে বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা ও রাখাইনসহ সব সম্প্রদায়কে সহিংসতা থেকে রক্ষা করতে হবে।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর সন্ধ্যায় মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উতে একটি হাসপাতালে জান্তার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ম্রাউক-উ বাংলাদেশের সীমান্তবর্তী। পরদিন জাতিসংঘ ওই হামলার নিন্দা জানিয়েছে।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-উ জেনারেল হাসপাতালে এক বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন