স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, টিউশন ফি-আবাসন-স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা
Published: 14th, December 2025 GMT
হাঙ্গেরি সরকার নানা বৃত্তি দেয় বিশ্বের বিভিন্ন শিক্ষার্থীদের। এমন একটি বৃত্তির কেতাবি নাম স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। এ স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে উচ্চশিক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। প্রতিবছর বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী যোগ্যতা পূরণ সাপেক্ষে এ স্কলারশিপ পাবেন।
স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল-এ বৃত্তির জন্য ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৫৭ হাজার জন আবেদন করেছিলেন। এদের মধ্য থেকে সারা বিশ্বের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ পেয়েছিলেন। এবারের এ বৃত্তির জন্য আবেদন করা যাবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। ওই দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
আরও পড়ুনযুক্তরাজ্যর পাঠ্যক্রম পর্যালোচনা, পরিবর্তনে করা হয়েছে ১০ সুপারিশ০৯ ডিসেম্বর ২০২৫হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাসহ নানা সুযোগ। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তির আওতায়।
ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ হাঙ্গেরি। দেশটির রাজধানী বুদাপেস্টসহ অন্য বড় শহরের মধ্যে রয়েছে দেব্রেসেন আর মিসকালো। শুধু হাঙ্গেরি নয়, ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল বুদাপেস্ট। এ ছাড়া এ দেশের অধিকাংশ জনবসতি বিখ্যাত দানিউব নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের ২৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে। এ ছাড়া হাঙ্গেরির ৯৯ শতাংশ মানুষ ইংরেজি ভাষা জানে এবং এ ভাষায় কথা বলতে পারে।
আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স অ্যান্ড ডক্টরাল প্রোগ্রামে মোট ১৪০ টি বৃত্তি প্রদান করা হবে। নিউক্লিয়ার এনার্জেটিকস-এর জন্য (আন্ডারগ্র্যাজুয়েট/মাস্টার্স/ডক্টরাল পর্যায়ে) ৩০টি বৃত্তি সংরক্ষিত থাকবে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে চাকরিতে বেতন বাড়াতে চান? চার দক্ষতার অনুশীলন শুরু করুন এখনই
বছর শেষে ডিসেম্বর মাস এলেই প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে কাজের গতি অনেকটাই কমে আসে। কর্মস্থলে চলে মন্থরগতিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মাসটিই হতে পারে নতুন বছরে পেশাগত সাফল্যের জন্য এগিয়ে থাকার সেরা সময়। মনে রাখবেন আপনার প্রতিষ্ঠান নতুন বছরে নিয়োগের পরিকল্পনা, পদন্নোতি ও বাজেট কিন্তু চূড়ান্ত করছে। ফলে আপনি যদি নিজেকে ঠিকঠাক দক্ষ করে তুলতে পারেন, তবে তা সরাসরি আপনার ভবিষ্যৎ বেতন ও কর্মজীবনের সম্ভাবনাকে প্রভাবিত করবে।
বিশেষ করে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে কিছু দক্ষতা দ্রুত অপরিহার্য হয়ে উঠছে। যেমন টমস গাইডের এক বিশ্লেষণে দেখা গেছে, যাঁরা দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করেন, তাঁরা সহকর্মীদের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি উপার্জন করেন। লাইটকাস্টের প্রতিবেদন অনুসারে, এআই দক্ষতার উল্লেখ থাকা চাকরির বিজ্ঞপ্তিতে সাধারণত ২৮ শতাংশ বেশি বেতন দেওয়া হয়।
অনুশীলন শুরু করুন এখনই, ২০২৬ সালে ফল পাবেন—এআই প্রম্পটিংয়ে দক্ষতা বাড়ান—
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আর কেবল ভবিষ্যতের ধারণা নয়; বর্তমানে প্রায় প্রতিটি আধুনিক প্রতিষ্ঠান এটির ব্যবহার শুরু করেছে। নিয়োগকর্তারা এখন এমন কর্মী খুঁজছেন, যারা জটিল ডেটা থেকে নতুন ধারণা তৈরি করতে পারে। পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় করতে এআই টুলস কার্যকরভাবে ব্যবহার করার দক্ষতা অর্জন করতে হবে।
আপনার হাতের কাছে থাকা এআই টুলস যেমন চ্যাটজিপিটি বা জেমিনি দিয়ে শুরু করুন। প্রতিদিনের একটি পুনরাবৃত্তিমূলক কাজ (যেমন রুটিন রিপোর্ট বা ইমেল টেমপ্লেট তৈরি) বেছে নিন। এরপর সেই কাজটির মান উন্নত করতে দুইটি ভিন্ন প্রম্পট ব্যবহার করে দেখুন। উদাহরণস্বরূপ, দীর্ঘ ই–মেইলকে সংক্ষিপ্ত বার্তায় পরিণত করতে মডেলকে নির্দেশ দিতে পারেন। এক মাসের মধ্যে আপনি দেখবেন, আপনার কাজের গতি বেড়েছে এবং আপনি ধারাবাহিকভাবে উচ্চ মানের আউটপুট তৈরি করতে পারছেন। এটি কর্মস্থলে আপনার মূল্য সরাসরি বাড়িয়ে দেবে।
ছবি: রয়টার্স