Prothomalo:
2025-12-13@13:46:36 GMT

মনে রেখো পরমাণু কিন্তু বিভাজ্য

Published: 13th, December 2025 GMT

বিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: পরমাণু বিভাজ্য নাকি অবিভাজ্য? ব্যাখ্যা করো।

উত্তর: বিজ্ঞানী ডাল্টন পরমাণুকে অবিভাজ্য ও ক্ষুদ্রতম কণিকা বলেছেন। তবে পরবর্তী সময়ে বিজ্ঞানী রাদারফোর্ড ও বোরের সর্বাধিক গ্রহণযোগ্য পরমাণু মডেল থেকে জানা যায়, আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়। পরমাণু বিভাজ্য; ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা পরমাণু গঠিত।

প্রশ্ন: অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কী বোঝ?

উত্তর: কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যা থেকে ওই মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা জানা যায়। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে বোঝায়, অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি প্রোটন রয়েছে এবং একটি পরমাণুতে ৮টি ইলেকট্রনও রয়েছে।

প্রশ্ন: পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা বলতে

কী বোঝ?

উত্তর: কোনো মৌলের একটা পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন—অক্সিজেনের পরমাণুতে ৮টি প্রোটন রয়েছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮। কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিই হলো ওই মৌলের ভরসংখ্যা। যেমন—অক্সিজেনের পরমাণুতে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন রয়েছে, তাই অক্সিজেনের ভরসংখ্যা, ৮‍+৮ = ১৬।

প্রশ্ন: আইসোটোপ বলতে কী বোঝ?

উত্তর: কোনো মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলে। যেমন—ট্রিটিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ। হাইড্রোজেনের সব পরমাণুতে একটা করে প্রোটন ও ইলেকট্রন থাকে। ট্রিটিয়ামের ক্ষেত্রে দেখা যায়, এর পরমাণুতে একটি প্রোটন, একটি ইলেকট্রন ও দুটি নিউট্রন রয়েছে। উভয় পরমাণুতে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন।

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র টন স খ য র পরম ণ ত ওই ম ল র প র টন ও ভরস খ য

এছাড়াও পড়ুন:

রেকর্ড রান তাড়া করে দুর্দান্ত জয়ে এশিয়া কাপের মিশন শুরু বাংলাদেশের

‘চ‌্যাম্পিয়নরা চ‌্যাম্পিয়নদের মতোই খেলল’ - বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর এমন কথা নিশ্চিতভাবেই বলাবলি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টে রেকর্ড রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। 

মহাদেশীয় কিংবা বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় ২৮৪ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। শনিবার দুবাইয়ে আফগানিস্তান যুবাদের দেওয়া ২৮৩ রানের লক্ষ‌্য বাংলাদেশ জিতে যায় ৩ উইকেটে, ৭ বল হাতে রেখে। 

টস জিতে আগে ব‌্যাটিং করতে নেমে আফগানিস্তান ৭ উইকেটে ২৮৩ রান করে। দলের টপ অর্ডার ব‌্যাটসম‌্যান ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে বিশাল পুঁজি পায় আফগান যুবারা। লক্ষ‌্য তাড়া করতে নেমে জাওয়াদ আবরার ও রিফাত বেগের ১৫১ রানের জুটি বাংলাদেশকে এগিয়ে নেয়। সেঞ্চুরির পথে ছিলেন জাওয়াদ। কিন্তু ৪ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। ৯৬ রানে সীমানায় দারুণ এক ক‌্যাচে কাটা পড়ে তার উইকেট। 

এছাড়া রিফাত বেগ ৬২ রান করেন। দুজনের পর অধিনায়ক আজিজুল হাকিমের ৪৭ রানের ইনিংসে বাংলাদেশকে লক্ষ‌্যের পথে এগিয়ে যায়। মনে হচ্ছিল সহজ জয় পাবে বাংলাদেশ। কিন্তু জয়ের ঠিক আগ মুহূর্তে ২০ রানে ৩ উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে রিজানের অপরাজিত ১৭ ও পারভেজ হোসেনের ১৩ রানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। 

লক্ষ‌্য তাড়ায় বাংলাদেশ ৩০৭ রান করেও ম‌্যাচ জিতেছে। ইংল‌্যান্ডের বিপক্ষে, ২০২৩ সালে। সেটা ছিল দ্বিপাক্ষিক সিরিজে। এবার মহাদেশীয় আসরে রেকর্ড রান তাড়া করে জিতল যুবারা। ম‌্যাচ জয়ের নায়ক আবরার ৯ চার ও ৬ ছক্কায় সাজান নিজের ইনিংস। 

এর আগে ব‌্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ওপেনার খালিদ আহমেদজাই চতুর্থ ওভারে উইকেটের পেছনে ৩ রানে ক‌্যাচ দেন। সেখান থেকে দ্বিতীয় উইকেটে উসমান সাদাত ও ফয়সাল শিনোজাদা ৬৬ রানের জুটি গড়েন। ওপেনার উসমান ৩৪ রানে ফিরে আসলেও ফয়সালের ব‌্যাট চলতে থাকে। 

উইকেটের চারিপাশে শট খেলতে থাকেন অনায়েসে। তৃতীয় উইকেটে আবার বড় জুটি পায় আফগানিস্তান। ফয়সালের নতুন সঙ্গী এবার উজায়রুল্লাহ নিয়াজাই। দুজন দলকে টেনে নেন ১৭৫ রান পর্যন্ত। ফয়সাল তুলে নেন সেঞ্চুরি। ৫৯ বলে ফিফটি ছোঁয়া এই ব‌্যাটসম‌্যান শতরান পেয়েছেন ৯১ বলে। এরপর অবশ‌্য ইনিংসটি বড় করতে পারেননি তিনি। ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে ইকবাল হোসেন ইমনের বলে আউট হন। 

তার সঙ্গী উজায়রুল্লাহ ৬ রানের আক্ষেপে পুড়েন। ৪৪ রানে থামে তার ইনিংস। সেখান থেকে আফগানিস্তানের ইনিংস বড় করেন আজিজুল্লাহ মিখাইল ও আব্দুল আজিজ। আজিজুল্লাহ ২টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৩৮ এবং আব্দুল ১৬ বলে ৩ ছক্কায় ২৬ রান করেন। 

বাংলাদেশের বোলারদের মধ‌্যে ইকবাল হোসেন  ৬৩ রানে ও শাহরিয়ার আহমেদ ৪৩ রানে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন সাদ ইসলাম, সাইমুন বশির ও রিজান হোসেন।

এশিয়া কাপের হ‌্যাটট্রিক মিশনে বাংলাদেশ। ১৫ ডিসেম্বর বাংলাদেশের পরের ম‌্যাচ নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ