রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর বেরোবি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালো ছিল। তবে কিছু প্রশ্ন বেশ চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে সাধারণ জ্ঞান অংশে। এরপরও তারা সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এত দিনের পরিশ্রম সফল হবে; এমন প্রত্যাশাই এখন তাদের মধ্যে সবচেয়ে বেশি।

আরো পড়ুন:

জবিতে ভর্তির আবেদন ৫ ডিসেম্বর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর

ভর্তি পরীক্ষা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

শওকাত আলী বলেন, “এখন পর্যন্ত কোনোধরনের অনিয়ম বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের কেন্দ্রে প্রায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।”

‎ঢাকা/সাজ্জাদ/জান্নাত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ র

এছাড়াও পড়ুন:

বন্দরে আওয়ামী লীগ নেতার তুলার গোডাউনে অগ্নিকান্ড  

বন্দরে আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামের তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  

এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও অগ্নিকান্ডে প্রায় ১০/১২ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে মালকি পক্ষ দাবি করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় বন্দর উপজেলার ধামগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মদনপুর টু মদনগঞ্জ মহাসড়কের কুড়িপাড়া বটতলাস্থ মেসার্স জান্নাত ট্রেডার্স নামক তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মেশিনের ঘর্ষনের কারনে  অগ্নিকান্ডে সূত্রপাত ঘটে। এ ঘটনায় গোডাউনসহ বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ১০/১২ লাখ টাকা  ক্ষতিসাধন হয়।

এ ছাড়াও অগ্নিকাণ্ডের স্থান থেকে  প্রায় ৩০ লাখ  টাকার মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  
 

সম্পর্কিত নিবন্ধ