বন্দরে রাখাল আমিনুলের ঝুলন্ত লাশ উদ্ধার
Published: 13th, December 2025 GMT
বন্দরে দরজা ভেঙ্গে আমিনুল ইসলাম (৩০) নামে এক রাখালের ফাঁস লাগানো মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আত্মহননকারী রাখাল আমিনুল ইসলাম সুদূর কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বোরগাও এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে।
সে দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকার জনৈক আব্দুল আউয়াল মাস্টারের বাড়ি রাখালের কাজ করে আসছিল।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলার হাজীপুরস্থ গোয়াল ঘরের পাশের রুম থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টা হইতে ভোর ৬টার মধ্যে যে কোন সময়ে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উদ ধ র
এছাড়াও পড়ুন:
ত্রিশালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে বাগান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গ্যারেজের সামনে বাসটি রাখা ছিল। শনিবার ভোররাতে স্থানীয় এক ব্যক্তি বাসে আগুন দেখতে পেয়ে ৯৯৯-এ কল দেন। পরে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের গ্লাস, সিটসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে।
আরো পড়ুন:
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন
কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘ধারণা করছি, নাশকতামূলক অগ্নিকাণ্ড হয়েছে। বাসের মালিককে থানায় মামলা করতে বলা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’’
ঢাকা/মিলন/রাজীব