২০২৬ সালে সাফল্য পেতে এই ৫ টি বিষয়ে নজর দিতে পারেন
Published: 14th, December 2025 GMT
নতুন বছরে নতুন পরিকল্পনা করে এগোতে চায় মানুষ। আপনিও নিশ্চয় ব্যতিক্রম নন। একটি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের ভুলগুলো দেখতে শুরু করলে মন খারাপ হয় আবার প্রাপ্তিগুলোর দিকে তাকালে আত্মবিশ্বাস বাড়ে। বিখ্যাত ব্যক্তিরা সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকাতে পছন্দ করেন। এক্ষেত্রে ওয়ারেন বাফেটের নাম উল্লেখ করা যায়। তার মতো আপনিও এই উপায়ে অনেক কিছু সহজ করে ফেলতে পারেন। এ ছাড়াও কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাকে সাফল্য পেতে সহায়তা দিতে পারে।
ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করুন
জটিল বিষয়কে স্পষ্ট ও সহজবোধ্যভাবে উপস্থাপন করার ক্ষমতা অর্জন করুন। এতে অন্যদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। এবং প্রভাবশালী হয়ে ওঠা যায়া। যখন লক্ষ্য অর্জন কঠিন মনে হয়, ঠান্ডা মাথায় পরিস্থিতিকে বিশ্লেষণ করতে হবে। কী ধরণের সমস্যার মুখোমুখি আপনাকে হতে হচ্ছে, কোন কৌশল সবচেয়ে কার্যকর আর কোন কৌশল কাজে লাগছে না? –বিশ্লেষণের পর আপনাকে বাস্তবমুখী পথ নিতে হবে। স্বল্প অর্জনকেও দাম দিতে হবে।
আরো পড়ুন:
মাত্র দুইটি উপাদান দিয়ে ফেয়ার পলিশ করতে পারেন
নোয়াখালির জনপ্রিয় খাবার ‘খোলাজালি পিঠা’
অন্যদের সফলতার সহায়তা করুন
বাফেটের ইতিবাচক মনোভাব ও রসবোধ তাকে সবার প্রিয় করে তুলেছে। তিনি সমস্যার পরিবর্তে সমাধানের ওপর ফোকাস করেন, যা অন্যদের আত্মবিশ্বাসী করে তোলে। অন্যদের সফল হতে সহায়তা করেন, যা তার প্রভাব ও সম্পর্ককে আরও শক্তিশালী করে।
নিজেস্ব আইডিয়া কাজে লাগান
নিজের নতুন কোনো আইডিয়াকে ছোট করে দেখবেন না। প্রতিটি মানুষের ভেতরই তার অজান্তে কোনো না কোনো আইডিয়ার জন্ম নেয়। কেউ এটিকে গুরুত্ব দিয়ে এগোয় আবার কেউ কেউ এটিকে গুরুত্বহীন মনে করে। স্প্যানএক্সের প্রতিষ্ঠাতা সারা ব্ল্যাকেলি যখন শুরুর দিকে নিজের একটি আইডিয়া একজনের সঙ্গে শেয়ার করেন, তখন ওই ব্যক্তি তাচ্ছিল্যের স্বরে বলেন, যদি এটি ভালো আইডিয়াই হতো তাহলে কেন এতদিন কেউ এটি নিয়ে কাজ করেনি? অথচ পরে নিজের আইডিয়া দিয়েই সাফল্য পান সারা।
সঠিক খাবার খান
আপনি যে পরিমাণ শক্তি ও গ্লুকোজ গ্রহণ করেন তার ২০ শতাংশ সরাসরি আপনার মস্তিষ্কে যায়। এ কারণে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা নির্ভর করে দেহের গ্লুকোজের পরিমাণের উপর। আপনার দেহের গ্লুকোজের মাত্রা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার মন ও মস্তিষ্ক অনেকটাই কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা মনে হতে পারে। আমরা যখন পছন্দের খাবার খাই তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের রাসায়নিক নির্গত হয়। এর কারণে আমরা খাওয়ার সময় শান্তি অনুভব করি। কিন্তু শুধু মস্তিষ্কের ক্ষুধা মেটালেই চলে না, পেটের ক্ষুধাও মেটানো দরকার।
সমর্থন তৈরি করুন
আপনার সংকল্পের কথা অন্যদের জানান। সেটা আপনাকে উদ্বুদ্ধ রাখবে। আপনার সংকল্প বাস্তবায়নের পথে যদি আপনি আর কাউকে যুক্ত করতে পারেন, তাহলে তা আপনাকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে। যেমন কোনো ক্লাসে বন্ধুকে সাথে নেওয়া বা আপনার সংকল্পকে মানুষের সামনে প্রকাশ করলে নিজের মধ্যে প্রণোদনা বাড়বে। অন্যরা জানলে লক্ষ্য অর্জনে আপনি বেশি করে চেষ্টা করবেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইড য় আপন র আপন ক
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে চাকরিতে বেতন বাড়াতে চান? চার দক্ষতার অনুশীলন শুরু করুন এখনই
বছর শেষে ডিসেম্বর মাস এলেই প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে কাজের গতি অনেকটাই কমে আসে। কর্মস্থলে চলে মন্থরগতিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মাসটিই হতে পারে নতুন বছরে পেশাগত সাফল্যের জন্য এগিয়ে থাকার সেরা সময়। মনে রাখবেন আপনার প্রতিষ্ঠান নতুন বছরে নিয়োগের পরিকল্পনা, পদন্নোতি ও বাজেট কিন্তু চূড়ান্ত করছে। ফলে আপনি যদি নিজেকে ঠিকঠাক দক্ষ করে তুলতে পারেন, তবে তা সরাসরি আপনার ভবিষ্যৎ বেতন ও কর্মজীবনের সম্ভাবনাকে প্রভাবিত করবে।
বিশেষ করে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে কিছু দক্ষতা দ্রুত অপরিহার্য হয়ে উঠছে। যেমন টমস গাইডের এক বিশ্লেষণে দেখা গেছে, যাঁরা দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করেন, তাঁরা সহকর্মীদের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি উপার্জন করেন। লাইটকাস্টের প্রতিবেদন অনুসারে, এআই দক্ষতার উল্লেখ থাকা চাকরির বিজ্ঞপ্তিতে সাধারণত ২৮ শতাংশ বেশি বেতন দেওয়া হয়।
অনুশীলন শুরু করুন এখনই, ২০২৬ সালে ফল পাবেন—এআই প্রম্পটিংয়ে দক্ষতা বাড়ান—
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আর কেবল ভবিষ্যতের ধারণা নয়; বর্তমানে প্রায় প্রতিটি আধুনিক প্রতিষ্ঠান এটির ব্যবহার শুরু করেছে। নিয়োগকর্তারা এখন এমন কর্মী খুঁজছেন, যারা জটিল ডেটা থেকে নতুন ধারণা তৈরি করতে পারে। পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় করতে এআই টুলস কার্যকরভাবে ব্যবহার করার দক্ষতা অর্জন করতে হবে।
আপনার হাতের কাছে থাকা এআই টুলস যেমন চ্যাটজিপিটি বা জেমিনি দিয়ে শুরু করুন। প্রতিদিনের একটি পুনরাবৃত্তিমূলক কাজ (যেমন রুটিন রিপোর্ট বা ইমেল টেমপ্লেট তৈরি) বেছে নিন। এরপর সেই কাজটির মান উন্নত করতে দুইটি ভিন্ন প্রম্পট ব্যবহার করে দেখুন। উদাহরণস্বরূপ, দীর্ঘ ই–মেইলকে সংক্ষিপ্ত বার্তায় পরিণত করতে মডেলকে নির্দেশ দিতে পারেন। এক মাসের মধ্যে আপনি দেখবেন, আপনার কাজের গতি বেড়েছে এবং আপনি ধারাবাহিকভাবে উচ্চ মানের আউটপুট তৈরি করতে পারছেন। এটি কর্মস্থলে আপনার মূল্য সরাসরি বাড়িয়ে দেবে।
ছবি: রয়টার্স