ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন ছাত্র-জনতা
Published: 6th, February 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্পার্ক গিয়ারের ১৭তম বর্ষপূর্তিতে ৩০ শতাংশ ছাড়
১৭তম বর্ষে পদার্পণ করল দেশের জনপ্রিয় আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড স্পার্ক গিয়ার। এ উপলক্ষ্যে স্পার্ক গিয়ার তাদের সব ধরনের পণ্যে ৩০ শতাংশ ছাড় দিয়েছে।
আজ ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ক্রেতা এই ছাড় পাবেন ৮ নভেম্বর পর্যন্ত। ঢাকার আউটলেটসহ দেশের ১৭টি আউটলেট থেকে ডিসকাউন্টে পণ্য কিনতে পারবেন ক্রেতারা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১২টা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন তারা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই বিশেষ ছাড়ে মিলবে ছোট-বড় সবার জন্য মানসম্মত পোশাক। স্পার্ক গিয়ারের প্রতিটি পোশাক তৈরি হয়েছে আরামদায়ক ও মানসম্পন্ন কাপড়ে, তাই কিনতে পারবেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে। নারীদের জন্য ছাড়ের তালিকায় রয়েছে নিত্যদিনের ব্যবহারের পোশাক থেকে শুরু করে পার্টি ও আউটডোর ফ্যাশন। এই তালিকায় থাকছে নিট ফ্যাশন টপস, এথনিক ওয়ান পিস, ট্যাঙ্ক টপস, লেগিংস, জেগিংস, এথনিক টু-পিস, বটম, ডেনিম, ট্রাউজার, কুর্তি, পালাজো এবং শীতের পোশাক।
পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম, চিনোস, পোলো টি-শার্ট, পাজামা, টি-শার্ট, ফরমাল শার্ট-প্যান্ট, স্যুট, ব্লেজার, টাই এবং বিভিন্ন এক্সেসরিজ।
শিশুদের জন্যও রয়েছে আলাদা আয়োজন। মেয়ে শিশুদের জন্য ফ্রক, পার্টি ফ্রক, প্যান্ট, থ্রি-পিস, সেট, লেগিংস ও টপস পাওয়া যাবে। ছেলে শিশুদের জন্য বয়েজ সেট, ডেনিম প্যান্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট এবং শীতের বৈচিত্র্যময় পোশাক থাকবে।
পোশাকের পাশাপাশি তাদের শোরুমে মিলবে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রসাধনী। ছেলে ও মেয়েদের জন্য পারফিউম থাকছে, মেয়েদের প্রসাধনীতে রয়েছে ময়েশ্চারাইজার, টোনার, লিপস্টিক, নেলপলিশ, সেরাম, আইশ্যাডো, ব্লাশঅন, লিপবাম, হেয়ার অয়েল, ফেসওয়াশ, ক্রিম, লোশন ও শ্যাম্পু।
এ ছাড়া গোল্ডেনরোজ ও প্যাস্টেলে মতো সহযোগী প্রতিষ্ঠানের বিপুল কসমেটিক্স পাওয়া যাবে। তবে কসমেটিক পণ্য ছাড়ের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে স্পার্ক গিয়ার কর্তৃপক্ষ।
ঢাকায় গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরে স্পার্ক গিয়ারের আউটলেট রয়েছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি আউটলেট (আরডি টাওয়ার জ্বলেশ্বরীতলা ও জজকোট এরিয়া), রাজশাহীতে কাদিরগঞ্জ ও আলুপট্টিতে দুটি শাখা, এছাড়া ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী এবং যশোরেও স্পার্ক গিয়ারের শোরুম রয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১ জুলাই যাত্রা শুরু করে দেশের জনপ্রিয় এই ফ্যাশন ব্র্যান্ড। গ্রাহকদের চাহিদা পূরণে শুরু থেকেই রুচিশীল পোশাক সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।
ঢাকা/লিপি