অনিয়মের অভিযোগে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু সালেহ মো. নাসিমের নিয়োগ বাতিল করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাককে নতুন পিপি নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর মো.

আরিফুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  এই অনুবিভাগটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আদালত সূত্র জানায়, অপসারিত পিপি আবু সালেহ মো. নাসিম আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা এপিপি ছিলেন। কয়েক দিন আগে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে সকাল ৮টায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের জামিন ও রিমান্ড আবেদনের শুনানি করেছেন। বিষয়টি তিনি জেলা আইনজীবী সমিতিকে জানাননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা বিভিন্ন মামলার আসামিদের অবাধ জামিনের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছে। আইন ও বিচার বিভাগকে এ বিষয়ে জানালে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: আইন

এছাড়াও পড়ুন:

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সোমবার রাতেই  আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে  মামলা দায়ের করেন। মামলার পর ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেছেন, সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/রবিউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ