মেহেরপুরে অনিয়মের অভিযোগে পিপির নিয়োগ বাতিল
Published: 7th, February 2025 GMT
অনিয়মের অভিযোগে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু সালেহ মো. নাসিমের নিয়োগ বাতিল করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাককে নতুন পিপি নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর মো.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আদালত সূত্র জানায়, অপসারিত পিপি আবু সালেহ মো. নাসিম আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা এপিপি ছিলেন। কয়েক দিন আগে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে সকাল ৮টায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের জামিন ও রিমান্ড আবেদনের শুনানি করেছেন। বিষয়টি তিনি জেলা আইনজীবী সমিতিকে জানাননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা বিভিন্ন মামলার আসামিদের অবাধ জামিনের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছে। আইন ও বিচার বিভাগকে এ বিষয়ে জানালে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: আইন
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/রফিক