বইমেলায় প্রবন্ধ সংকলন ‘বিংশ একবিংশ’
Published: 8th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় আসছে সৌম্য সালেকের নতুন বই প্রবন্ধ সংকলন ‘বিংশ একবিংশ’।
গ্রন্থটি সম্পর্কে লেখক ও কবি সৌম্য সালেক বলেন, “বিংশ একবিংশ। কবিতা, চিত্রকলা, সংগীত, নাটক, রাজনীতি ও সংস্কৃতির বিবিধ অনুষঙ্গ নিয়ে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে লেখা একুশটি রচনার সংকলন। বইটির প্রকাশন প্রকাশনা সংস্থা বুনন। আশা করছি, পয়লা ফাল্গুন থেকে বুননের ৩৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।”
তিনি বলেন, “কবিতা কিংবা শিল্পের অবগাহনে হৃদয়ে যে স্ফূর্তি জেগেছে তা সে কবি ও শিল্পীর কাছে কিংবা শিল্পীপ্রেমীদের কাছে লোকে লোকে শুনিয়ে আসার অবকাশ নেই তাই রচনার আঙ্গিকে উন্মুক্তভাবে তুলে ধরার প্রয়াস চালিয়েছি। শিল্পবোধের সঞ্চার, চিত্তবৃত্তি, যুগ-বিশ্লেষণ কিংবা মানবতার কল্যাণের স্বার্থে এসব বক্তব্য যদি কালে কালে হাতে গোনা কয়েকজন হৃদয়বাদী মানুষকেও আকর্ষণ করে তবে শ্রম সার্থক হয়েছে বলে তৃপ্তি পাব।”
আরো পড়ুন:
বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’
বৃত্তের বাইরের ভাবনায় বইমেলা
সৌম্য সালেক বলেন, “এ গ্রন্থের রচনা-সৃজনে অনেক সহৃদয় কবি-শিল্পী আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন, নিজ নিজ শিল্পক্ষেত্রে তাদের সাফল্য কামনা করি। বইটির প্রচ্ছদ করেছেন খালেদ চৌধুরী।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বইম ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন