কারাগার থেকে মুক্তি পেলেন জাকারিয়া পিন্টুসহ ৩ বিএনপি নেতা
Published: 10th, February 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টুসহ তিন বিএনপি নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
সোমবার দুপুরে জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু।
বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আজ আমরা স্বৈরাচার শেখ হাসিনার দায়ের করা মিথ্যা মামলার থেকে রক্ষা পেয়েছি। সঠিক ন্যায়ের পথে দলকে আরও সুসংগঠিত করে দেশ বিনির্মাণের কাজ করার আহ্বান ও জানান বক্তারা।
পরে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া, টেবুনিয়া, দাশুরিয়া হয়ে ঈশ্বরদী গিয়ে শেষ হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে
হেডিংলিতে সিরিজ শুরুর ম্যাচটি দুর্দান্ত এক রান তাড়ায় জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই।
সিরিজের শেষটাও কি শুরুর মতোই করতে পারবে ইংলিশরা? প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও যে ম্যাচ জিততে বড় রানই তাড়া করতে হবে ইংল্যান্ডকে, গড়তে হবে নতুন ইতিহাসও। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।
যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি উদ্যাপন