রান বিচারে হয়তো কিছু না, কিন্তু সামর্থ্য বিচারে ব্যাপারটা অবিশ্বাস্যই। ওয়ানডেতে কেইন উইলিয়ামসন সর্বশেষ এক অঙ্কের রানে আউট হয়েছেন ছয় বছর আগে, অর্থাৎ ক্রিজে আসার পর তাঁর টিকে থাকার সামর্থ্যটা পরিষ্কার।

লাহোরে আজ ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে পরীক্ষায়ই অবতীর্ণ হয়েছিলেন উইলিয়ামসন। প্রোটিয়াদের ৩০৪ রান তাড়া করতে নেমে ক্রিজে যখন এলেন, ৯.

৫ ওভারে কিউইদের স্কোর ১ উইকেটে ৫০। টিকে থাকার পাশাপাশি দ্রুত রান তোলার চাপও ছিল। উইলিয়ামসন দুটোই করেছেন দারুণভাবে—২০১৯ সালের জুনের পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ৭২ বলে, এরপর মাঠ ছেড়েছেন ম্যাচ জিতিয়ে।

আরও পড়ুনতিন রাতের তিন ফাইনাল—কার পকেটে কত টাকা১ ঘণ্টা আগে

এ জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও উঠল নিউজিল্যান্ড। ২ ম্যাচের দুটোই জিতে মোট ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মিচেল স্যান্টনারের দল। একটি করে ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান এখনো পয়েন্ট পায়নি। জয়ের মুখ না দেখলেও রান রেটে এগিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। তিনে পাকিস্তান। বুধবার করাচিতে পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়ী দল ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। শুক্রবার করাচিতে ফাইনাল।
নিউজিল্যান্ডের ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ‘নিউক্লিয়াস’ উইলিয়ামসনের ১১৩ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংসটি। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৯ বলের পর উইলিয়ামসনের ওয়ানডে ক্যারিয়ারে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

১৮৭ রানে জুটি গড়েন উইলিয়ামসন ও কনওয়ে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ