ইতিহাদ স্টেডিয়ামে কাল রাতে ২০টি শট নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই পরিসংখ্যান দিয়ে কি কিছু বোঝা যায়? যায়, যদি আরেকটি পরিসংখ্যানে চোখ রাখেন—পেপ গার্দিওলা ২০১৬ সালে সিটির কোচ হয়ে আসার পর ইতিহাদে যেকোনো প্রতিযোগিতা মিলিয়ে আর কোনো দল এত শট নিতে পারেনি। অর্থাৎ সিটির পোস্টে ছোবল মারতে খুব বেশি বাধা পোহাতে হয়নি রিয়ালকে। নইলে শটসংখ্যা এত বেশি হতো না।

আরও পড়ুনভিনিসিয়ুসকে খুঁচিয়ে সিটিরই ‘রক্ত’ ঝরল৩ ঘণ্টা আগে

আরেকটি পরিসংখ্যান—চ্যাম্পিয়নস লিগে কাল রাতের ম্যাচসহ সর্বশেষ ৫ ম্যাচে শেষ ১৫ মিনিটে ৮ গোল হজম করল সিটি। এর মধ্যে কাল রাতে রিয়ালের কাছেই হজম করেছে ২ গোল। যে কারণে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরেছে সিটি। শুধু রিয়াল নয়, লিগ পর্বে ফেইনুর্ড ও পিএসজির বিপক্ষেও এগিয়ে থেকে ম্যাচের শেষ দিকে গোল হজম করেছে গার্দিওলার দল। প্রিমিয়ার লিগেও একই ‘রোগ’–এ ধরেছে সিটিকে। এর সমাধান কী?

শুনুন কোচ গার্দিওলার মুখেই। তবে ম্যাচ শেষে তাঁর কথা শুনে সিটির সমর্থকেরা কিন্তু হতাশ হতে পারেন, ‘এ পরিস্থিতি কীভাবে সামলাতে হবে, দলকে তা বোঝানোর মতো যথেষ্ট যোগ্যতা আমার নেই। সত্যটা হলো, আমরা যথেষ্ট অটল নই। এমনটা বহুবার ঘটেছে।’

প্রথম লেগে হারের পর ফিরতি লেগ নিয়ে এখন ভাবতে হবে গার্দিওলা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

সম্পর্কিত নিবন্ধ