আপনি কি জানেন মৌলভীবাজারের লাউয়াছড়ার জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া রেললাইনের পাশেই ঘুরে বেড়াতো বাঘ। ১৯৫০ সালের কাছাকাছি সময়ে সেখানে হয়েছে বাঘ শিকার। এক সময় কাসালং রিজার্ভে হাতি এতো বেশি ছিল যে, খেদার মাধ্যমে বুনোহাতি ধরে পোষ মানানো হতো। চমকপ্রদ এই তথ্য পাওয়া যাবে উইথ দ্য ওয়াইল্ড অ্যনিমেলস অব বেঙ্গল বইটিতে। ইউসুফ এস আহমেদের বইটি রূপান্তর করেছেন ইশতিয়াক আহমেদ। 

এই বইটিসহ ২০২৫ সালের বইমেলায় ইশতিয়াক আহমেদের নতুন বই এসেছে পাঁচটি। এর মধ্যে তিনটি থ্রিলার, আর দুটি সত্যিকারের অ্যাডভেঞ্চার কাহিনি। বইগুলো কল্পনার জগতে ঘুরিয়ে আনবে পাহাড়, অরণ্য ও রোমাঞ্চপ্রেমীদের। এগুলো প্রকাশ করেছে ঐতিহ্য (প্যাভিলিয়ন ২৮) ও কথাপ্রকাশ (প্যাভিলিয়ন ২৫)।

কথাপ্রকাশ থেকে বের হয়েছে দুটি বই। একটি মৌলিক থ্রিলার, অপরটি অনুবাদ। কিশোর থ্রিলারের নাম ‘ফগ সাহেবের অভিশাপ’। পঁয়ত্রিশ বছর আগে নিখোঁজ হওয়া এক স্কটিশ সাহেবের অপ্রত্যাশিত আবির্ভাবে ঘটছে নাটকীয় ঘটনাপ্রবাহ। পরিত্যক্ত এক বাংলো ও পুরোনো এক অভিশাপ আরও জটিল করল পরিস্থিতি। কিশোর ছেলেকে নিয়ে রহস্যভেদে এসে যেন অথৈ সাগরে পড়লেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাবিলা। কী সেই ঘটনা?

চা বাগানের ভেতরে পরিত্যক্তই বাংলো সবাই এড়িয়ে চলে কেন? এটা কি সত্যি ভূতুড়ে? পাহাড় জঙ্গল কাঁপিয়ে দেওয়া ওই অশুভ চিৎকারের রহস্য কী? এসব জানতে পড়তেই হবে ‘ফগ সাহেবের অভিশাপ’। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। দাম ৩০০ টাকা।

অপর বইটির কথা শুরুতেই বলা হয়েছে। পুরনো দিনের কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন, সিলেট ও ডুয়ার্সের জঙ্গলে বাংলাদেশি বন কর্মকর্তা ইউসুফ এস আহমেদের রোমাঞ্চকর অভিযানের বর্ণনা পাবেন এতে। দেশের পুরনো দিনের অরণ্য ও বন্যপ্রাণীর এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে এমনকি গবেষকদেরও বইটি আকৃষ্ট করবে আশা করি।

শুধু রূপান্তরই নয়, এ বইটিতে সংযোজিত হয়েছে বেশ কিছু টিকা, পুরোনো দিনের ছবি ও নতুন করে আঁকা চমৎকার কিছু ইলাস্ট্রেশন, যা মূল বইয়ে ছিল না। বইটির প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। ভেতরের অংকনের কারিগর তন্ময় শেখ। বইটির মূল্য ৫০০ টাকা।

ঐতিহ্য থেকে বের হয়েছে লেখকের নতুন তিনটি বই। লেখকের পাহাড় ও জঙ্গলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বই ‘কখনো পাহাড় কখনো অরণ্য’। দেড় যুগের বেশি সময় ধরে ইশতিয়াক আহমেদ পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অরণ্য-পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন। এই গল্প পাহাড়ের, জঙ্গলের, বন্যপ্রাণীর আর চলার পথে পরিচয় হওয়া দুর্গম এলাকার অসংখ্য মানুষের।     
পাঠকদের জন্য বাড়তি পাওয়া ভ্রমণসংক্রান্ত বিভিন্ন তথ্য, টিপস ও ১৬ পৃষ্ঠা চাররঙা ছবি। এ বইটির প্রচ্ছদও দেওয়ান আতিকুর রহমানের করা। মূল্য ৩৫০ টাকা।

এ প্রকাশনী থেকে এসেছে ইশতিয়াক আহমেদের ‘নাহিদ দ্য ইনভেস্টিগেটর’ সিরিজের চতুর্থ বই ‘ফাদার মরিসনের ভূত’। বান্দরবানের দুর্গম পাহাড়ে পুরোনো, পরিত্যক্ত এক গির্জাকে কেন্দ্র করে ঘটতে শুরু করল আধিভৌতিক কাণ্ড-কারখানা। গভীর রাতে ভেসে আসে ঘণ্টার আওয়াজ। চারদিকে ছড়িয়ে পড়ে অদ্ভূত এক কুয়াশা। নিখোঁজ হচ্ছে একের পর এক মানুষ। বাঘের পিঠে চড়া ওই ভূতুড়ে ছায়ামূর্তিই বা কে? তবে কি পাহাড়ের কিংবদন্তিই সত্যি? ফিরে এসেছে ফাদার মরিসনের অতৃপ্ত প্রেতাত্মা? এসব অজানা রহস্যের সমাধান মিলবে ‘ফাদার মরিসনের ভূতে’। বইটির প্রচ্ছদ ও ভেতরের অলংকরণ করেছেন জাহিদ জামি। মূল্য ২২০ টাকা।

মূল চরিত্র নাহিদ জামি পেশায় সাংবাদিক। দুর্গম পাহাড় ও গভীর অরণ্য টানে তাকে। কখনো অফিসের অ্যাসাইনম্যান্টে, কখনো নিছক শখে বেরিয়ে পড়েন রোমাঞ্চকর অভিযানে। জড়িয়ে পড়েন নানা রহস্যজালে। এই সিরিজের আগের তিনটি বই হলো ‘ফরাসি ম্যামের ধাঁধা’, ‘পাহাড়চূড়ার খুনি’ ও ‘মানিকপুরের নেকড়ে রহস্য’। 

ঐতিহ্য থেকে এবারের মেলাতেই বের হয়েছে অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম বই ‘হলুদ পাহাড়ে মৃত্যু’। বন কর্মকর্তা অনিক ফিল্ড ট্রেনিংয়ে এলো বান্দরবানের দুর্গম এক এলাকায়। আর এসেই আবিষ্কার করল এখানে কাঠ পাচার কিংবা চোরাশিকার ছাড়াও আরও নানা ধরনের ঝামেলার মুখোমুখি হতে হচ্ছে তাকে। রহস্যময় হলুদ পাহাড়ের গাছ কাটলেই কি বরণ করতে হয় যন্ত্রণাদায়ক মৃত্যু? সেখানে কী প্রবল ক্ষমতাধর কোনো শক্তির বাস? স্থানীয়দের মুখে শোনা ভয়ানক দানব কিং কোবরার কিংবদন্তি কি সত্যি? এর মধ্যেই নিখোঁজ ভাইকে খুঁজতে আসা এক তরুণী জটিল করল পরিস্থিতি। এ বইয়ের প্রচ্ছদ করেছেন মানব। মূল্য ১৯০ টাকা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল আহম দ র কর ছ ন দ র গম রহস য

এছাড়াও পড়ুন:

শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত, থানায় অভিযোগ করায় নানাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় কয়েক বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার স্বজন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানা আজগর আলীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত আল-আমিন নামে এক যুবক ও তার সহযোগীরা। গত মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজগর আলী রায়দক্ষিণ গ্রামে একটি চায়ের দোকান চালাতেন। অভিযুক্ত আল-আমিন একই গ্রামের মৃত কালু প্রামাণিকের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার এবং স্থানীয় সূত্র জানায়, যে শিশুটিকে উত্ত্যক্ত করত বখাটেরা, তার মা পাঁচ বছর আগে মারা যান। মেয়েটি নানা আজগর আলীর বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ত। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে শিশুটিকে প্রায় উত্ত্যক্ত এবং অশ্লীল অঙ্গভঙ্গি করত আল-আমিন। এ নিয়ে আজগর আলীসহ মেয়েটির স্বজন বেশ কয়েকবার প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। গত সোমবার মেয়েটির নানা আজগর আলী সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার অভিযোগটি তদন্ত করার পর তা মামলা হিসেবে নথিভুক্ত হয়।    

এ ঘটনায় ক্ষিপ্ত হয় আল-আমিন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আল-আমিন চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে সহযোগীদের নিয়ে আজগর আলীর চায়ের দোকানে যায়। তারা বৃদ্ধ আজগর আলীকে দোকান থেকে বের করে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাটিসোঠা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা চলে গেলে স্বজন ও প্রতিবেশীরা আজগর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজগর আলীকে মৃত ঘোষণা করেন।

আজগর আলীর শ্যালক নজরুল ইসলাম জানান, মাদক সেবন, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত বখাটে আল-আমিন। 

সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, নিহতের বড় ছেলে আইয়ুব খান বুধবার আল-আমিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আল-আমিন ও তার সহযোগীরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সম্পর্কিত নিবন্ধ