চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা মিজানুর রহমানের তাফসির অনুষ্ঠানে নারীদের প্যান্ডেল থেকে সোনার গয়না চুরির অভিযোগে আট নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শনিবার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

গতকাল রাতে সদর থানায় সোনার গয়না চুরির অভিযোগে ৩২টি ও মুঠোফোন চুরির অভিযোগে ১৯টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দীন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীদের মধ্যে হবিগঞ্জের পাঁচজন, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও সাভারের একজন করে। তাঁরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য ও বেদে সম্প্রদায়ের। বোরকা পরে মাহফিলে নারীদের প্যান্ডেলে ঢুকে স্বর্ণালংকার চুরি করার সময় নারীদের হাতে ধরা পড়েন। পরে তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। তাঁদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের অতিরিক্ত অংশের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের রবিবার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত

১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সাথে যুক্ত অতিরিক্ত অংশের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২

এ ঘটনায় প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

ঢাকা/মুজিবুর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ