রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে ১৩ ডাকাত, ৩২ পেশাদার ছিনতাইকারী, ছয় চাঁদাবাজ, ১৯ চোর, ২৮ চিহ্নিত মাদক কারবারি এবং ৪১  পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু, ছুরি, প্রাইভেটকার, স্কুটি, মোটরসাইকেল, অটোরিকশা, ওয়াকিটকি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় মামলা হয়েছে ৬৫টি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ