কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক নারী–পুরুষের জটলা। অধিকাংশের বয়স ৪০–এর বেশি। কারও কারও ৭০ থেকে ৮০। প্রচণ্ড রোদ। খোলা স্থানে দাঁড়াতে না পেরে কেউ ব্যাগ দিয়ে, কেউ ইট রেখে সিরিয়াল দিয়েছেন। অপেক্ষা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের ট্রাকের।

নিম্নআয়ের এই মানুষেরা কেউ এসেছেন সকাল ছয়টায়, কেউবা সকাল আটটায় কিংবা ৯টায়। হঠাৎ বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারী দোতলা থেকে হাঁক ছাড়লেন, আজ মঙ্গলবার কালেক্টরেট চত্বরে টিসিবির ট্রাক আসবে না। এতে হতবিহ্বল হয়ে পড়েন কেউ কেউ। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তাও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের উদ্দেশে বলতে থাকেন, তাহলে তাঁরা কোথায় যাবেন?

এ সময় কয়েকজন নারী–পুরুষের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানালেন, গত দুই দিন এখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেছেন। আজ (সোমবার) আবার পণ্য নিতে আসেন। তাঁদের কেউ আগের দিন নিয়েছেন। কেউবা গতকাল না পেয়ে ফিরে গেছেন। আজ নতুন অনেকেই পণ্য নিতে এসেছেন।

শহরের কুমারগাড়া এলাকার বাসিন্দা আমেনা খাতুন প্রথম আলোকে বলেন, ‘গতকাল সকাল থিকিই আসিলাম। কিন্তু পাইনি। ভিড়ের কারণে নিতে পারিনি। ভিড়ের ভেতর থিকি বাইর করি দেয়। আজ সকাল সাতটায় থিই আসিছি। এখন শুনছি, দেবে না।’

কয়েকজন জানালেন, তাঁরা সকাল ছয়টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন। রোদের কারণে ব্যাগগুলো সারিবদ্ধভাবে রেখে আশপাশে ছায়ায় বসে ছিলেন। হঠাৎ বেলা ১১টার কিছুক্ষণ পর জানতে পারেন, পণ্য দেওয়া হবে না। এতে তাঁরা বিভ্রান্তিতে পড়ে যান। একজন দোতলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নাজিরের কক্ষে যান। সেখান থেকে একটি কাগজ ধরিয়ে দেন। তাতে লেখা আছে, মঙ্গলবার শহরের পাঁচটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হবে। তবে তালিকায় কালেক্টরেট চত্বর নেই। পরে এক নারী সেটা জোরে জোরে পড়েন। এটা শোনার পর সবার মধ্যে হতাশা ও বিরক্তির ভাব দেখা গেল।

৭৮ বছর বয়সী চতুর আলী বলেন, ‘ম্যালা সময় আগে আইছিলাম। সোয়া ৯টার দিক হবে। এখন শুনছি, দেবে না। আগে এক দিন নিছি। সকাল থিকিই জানিনে দেবে না। আগে জানলি থাকতাম না।’

পাশে দাঁড়িয়ে থাকা ষাটোর্ধ্ব শাহাদত হোসেন বলেন, ‘ঘণ্টাখানেক আগে আসছি। উপরি থিকি কইলি যে মতি মিয়া রেলগেট (এক কিলোমিটার দূরে) এলাকায় যাতি। এখেনে দেবে না।’ চৌড়হাস এলাকার তাহের আলী বলেন, তিনি আগে কাজ করতে পারতেন। এখন আর পারেন না। আজ সকাল থেকে বসে ছিলেন। এখন জানছেন, দেবে না। কী করবেন, তা বুঝতে পারছেন না।

টিসিবির পণ্য বিক্রির অফিস আদেশের কপিতে স্বাক্ষর করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম। কপিতে স্বাক্ষর করা হয়েছে ১০ মার্চ। যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, আজ শহরের পাঁচটি পয়েন্টে পণ্য বিক্রি করা হবে। তার মধ্যে কালেক্টরেট চত্বর নেই। বিষয়টি সকালেই জানানোর কথা বলে তিনি জানান।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ