নারায়ণগঞ্জে ব্যাটারি চুরির অপবাদে ছুরিকাঘাতে কিশোর নিহত, তরুণ আটক
Published: 19th, March 2025 GMT
নারায়ণগঞ্জে ব্যাটারি চুরির অপবাদে জিহাদ (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার ফতুল্লার লামাপাড়ার দরগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ পটুয়াখালীর সদর থানার আউলিয়াপুরের জাহাঙ্গীর আলমের ছেলে। তাঁরা সপরিবার ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বসবাস করত। অন্যদিকে এ ঘটনায় গ্রেপ্তার আরমান (১৮) লামাপাড়ার বাসিন্দা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লামাপাড়া দরগাহ মসজিদের সামনে আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান আছে। গতকাল ইফতারের পর রাত পৌনে আটটার দিকে শাহিন সেই দোকান থেকে বাইরে বের হন। কিছুক্ষণ পর দোকানে ফিরে দেখেন, বাল্ব জ্বালানোর কাজে ব্যবহৃত ব্যাটারিটি কে বা কারা চুরি করেছে। তাৎক্ষণিকভাবে জিহাদ সহ দুই কিশোরকে ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ ঘটনা জানতে পেরে আরমান ঘটনাস্থলে গিয়ে জিহাদ ও তাঁর দুই সহযোগীকে চুরি করেছে কি না, জিজ্ঞেস করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে আরমান ক্ষুব্ধ হয়ে বাসায় গিয়ে ‘সুইচ গিয়ার’ এনে জিহাদকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হয় জিহাদ।
আনোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আরমানকে আটক করেন এবং জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে জিহাদ মারা যায়। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।