ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস ও চাঁদাবাজদের বিএনপিতে ঠাই নাই।

যারা দলের সাইনবোর্ড ব্যবহার করে সন্ত্রাসী কমর্মকান্ড ও চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা তারেক রহমানের নিদর্দেশ অমান্য করে সন্ত্রাসী ও চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে তালিকা তৈরি করা হচ্ছে এটা দলের নেতাকর্মীদের মাথা রাখা উচিৎ। 

বুধবার (২৬ মার্চ) বেলা ১২ টায় ফতুল্লার নূরবাগ পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকায় নূরবাগ যুব ফোরামের উদ্যোগে শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে তারেক রহমানের পক্ষ থেকে আমরা সব জায়গায় অসহায় ও গরীব মানুষের মাঝে ঈদের উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের প্রতিটি এলাকার নেতাকর্মীরা তারেক রহমানের আদেশ মেনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ঈদ উপহারের মধ্যে কখনো জামা কাপড় কখনো খাদ্য দ্রব্য দেয়া হচ্ছে। 

এদিকে নুরবাগ যুব ফোরামের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার এর মধ্যে ১৫০ জন শিশুর হাতে পাঞ্জাবি-পাজামা, ফ্রক, থ্রি-পিসসহ ঈদের রঙিন পোশাক তুলে দেয়া হয়।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য ৪.

৫ ও ৬ নং ওয়ার্ড) অনামিকা হক প্রিয়াংকার সভাপতিত্বে নূরবাগ যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম- সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ, নূরবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপি নেতা মাহমুদুল ইসলাম বাবু, নূর-হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুরবাগ যুব ফোরামের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহান, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শামীম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মিরাজ, ইব্রাহীম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম ও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন রব গ য ব ফ র ম র ত র ক রহম ন র ঈদ উপহ র ব এনপ র ইসল ম

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ