রেনাটার বন্ড ও প্রেফারেন্স শেয়ারে আবেদনের সময় বেড়েছে
Published: 27th, March 2025 GMT
পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির নন-কনভার্টেবল, ফুললি রিডামবল, জিরো কুপন বন্ড এবং প্রেফারেন্স শেয়ারের আবেদনের সময় বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেষবারের মতো কোম্পানিটির বন্ডটিতে আবেদন গ্রহণের সময় ৬ মাস এবং প্রেফারেন্স শেয়ারে আবেদন গ্রহণের সময় ৩ মাস বাড়িয়েছে।
গত মঙ্গলবার (২৫ মার্চ) বিএসইসির ৯৪৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো.
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রেনাটা পিএলসির ৬৬০ কোটি ১৫ লাখ টাকার সিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি রিডামবল, জিরো কুপন বন্ড ইস্যু করবে। কমিশন বন্ডটিতে আবেদন গ্রহণের সময় শেষবারের মত ছয় মাস বৃদ্ধি করেছে। উক্ত বন্ডের সম্মতি পত্রের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এদিকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোম্পানিটির ৩৫০ কোটি টাকার অনুমোদিত রিডামবল, কিউমুলেটিভ, নন-কনভার্টেবল এবং নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার (অগ্রাধিকার মূলক) ইস্যু করবে। কমিশন কোম্পানিটির শেয়ারে আবেদন গ্রহণের জন্য শেষবারের মত তিন মাস সময় বৃদ্ধি করেছে। উক্ত অগ্রাধিকার শেয়ারের সম্মতিপত্রের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫