ক্রিকেট
নারী বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ–পাকিস্তান
সরাসরি, সকাল ১০টা ৩০ মিনিট;
আইসিসি ডট টিভি।
ত্রিদেশীয় সিরিজ
শ্রীলঙ্কা ‘এ’–আয়ারল্যান্ড ‘এ’
সরাসরি, দুপুর ১২টা;
ইউরোস্পোর্ট।
আইপিএল
গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস
সরাসরি, বিকেল ৪টা;
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২।
রাজস্থান রয়্যালস–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
সরাসরি, রাত ৮টা;
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।
পিএসএল
মুলতান সুলতানস–পেশোয়ার জালমি
সরাসরি, রাত ৯টা;
নাগরিক টিভি।
ফুটবল
জার্মান বুন্দেসলিগা
হাইডেনহাইম–বায়ার্ন মিউনিখ
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস টেন ২।
ইউনিয়ন বার্লিন–স্টুটগার্ট
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস টেন ২।
লা লিগা
বার্সেলোনা–সেলতা ভিগো
সরাসরি, রাত ৮টা ১৫ মিনিট;
স্পোর্টজেডএক্স অ্যাপ।
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন–ম্যানচেস্টার সিটি
সরাসরি, রাত ৮টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
অ্যাস্টন ভিলা–নিউক্যাসল
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ট র স প র টস ৩০ ম ন ট
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে