বৈধ লাইসেন্স নেই, রিসোর্টে লাখ টাকা জরিমানা
Published: 21st, April 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছিল ‘মাটির মায়া ইকো রিসোর্ট’। রবিবার (২০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রিসোর্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  
শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ গ্রামে অবস্থিত ইকো রিসোর্ট দীর্ঘদিন ধরে পর্যটন সেবা দিয়ে আসছিল। তবে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ ব্যবসায়িক লাইসেন্স সংগ্রহ করেনি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়।
স্থানীয়দের অনেকে জানান, রিসোর্টটি এলাকায় বেশ জনপ্রিয় হলেও কখনো প্রশাসনের সরাসরি তদারকির আওতায় ছিল না। এই অভিযানের পর অনেকে প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
আরো পড়ুন:
নাটোরে অবৈধভাবে মাটি বিক্রি করায় জরিমানা
নাটোরে ৩ পরিবহনকে জরিমানা
অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.                
      
				
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘‘আমরা নিয়মিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পর্যবেক্ষণ করে থাকি। এই রিসোর্টটির বিরুদ্ধে আগে থেকে কিছু অভিযোগ ছিল। আজ অভিযান চালিয়ে নিশ্চিত হওয়া গেছে, তারা বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে। জেলার সব পর্যটন ও আবাসন প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই করে দেখা হবে।”
ঢাকা/রফিক/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর চ ল ব যবস
এছাড়াও পড়ুন:
বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর
রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সোমবার রাতেই আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেছেন, সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/রবিউল/রফিক