গাজীপুরের শ্রীপুরে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছিল ‘মাটির মায়া ইকো রিসোর্ট’। রবিবার (২০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রিসোর্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ গ্রামে অবস্থিত ইকো রিসোর্ট দীর্ঘদিন ধরে পর্যটন সেবা দিয়ে আসছিল। তবে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ ব্যবসায়িক লাইসেন্স সংগ্রহ করেনি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়।

স্থানীয়দের অনেকে জানান, রিসোর্টটি এলাকায় বেশ জনপ্রিয় হলেও কখনো প্রশাসনের সরাসরি তদারকির আওতায় ছিল না। এই অভিযানের পর অনেকে প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

আরো পড়ুন:

নাটোরে অবৈধভাবে মাটি বিক্রি করায় জরিমানা

নাটোরে ৩ পরিবহনকে জরিমানা

অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.

শহীদ উল্লাহ। তিনি জানান, রিসোর্টটি পরিচালনার জন্য কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। তাই আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘‘আমরা নিয়মিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পর্যবেক্ষণ করে থাকি। এই রিসোর্টটির বিরুদ্ধে আগে থেকে কিছু অভিযোগ ছিল। আজ অভিযান চালিয়ে নিশ্চিত হওয়া গেছে, তারা  বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে। জেলার সব পর্যটন ও আবাসন প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই করে দেখা হবে।”

ঢাকা/রফিক/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর চ ল ব যবস

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ