পাকিস্তানের সাবেক মন্ত্রীর কথায় চটেছেন আদনান সামি
Published: 26th, April 2025 GMT
ভারতের পেহেলগামে হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ভারত সরকার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে এবং দুই দেশের প্রধান সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক মন্ত্রী সংগীতশিল্পী আদনান সামিকে কটাক্ষ করেন, যা ভালোভাবে নেননি এই শিল্পী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার যখন পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়, তখন পাকিস্তানের সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ আহমেদ হুসেন চৌধুরী এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেন, ‘আদনান সামির কী হবে?’
আদনান সামি চুপ থাকেননি। তিনি জবাবে লেখেন, ‘এই অশিক্ষিত গর্দভটাকে কে বুঝাবে!’ এমন পোস্টে নেটিজেনরাও আদনান সামিকে সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে ফাওয়াদ হুসেনের তীব্র সমালোচনা করেছেন।
একজন মন্তব্য করেন, ‘ওকে সুযোগ দিলে সেও ভারতের নাগরিকত্ব চাইবে। তাই ওকে উপেক্ষা করুন।’ আরেকজন লিখেছেন, “সামি ভাই, কোনোদিন ওকে আপনার হাভেলিতে ডাকবেন।’
আরশাদ সামি খান (পাকিস্তানি) এবং নওরীন খানের (ভারতীয়) ঘরে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন আদনান সামি। তার আদিনিবাস ছিল আফগানিস্তানে। জন্মের পর থেকে যুক্তরাজ্যে বেড়ে ওঠা আদনান একসময় কানাডার নাগরিক ছিলেন। তবে ২০১৬ সালে তিনি ভারতের প্রাকৃতিক নাগরিকত্ব গ্রহণ করেন। পাকিস্তানের সঙ্গে পূর্বের সংযোগ থাকার কারণে রাজনৈতিক উত্তেজনার সময় তার নাম প্রায়ই আলোচনায় আসে। সূত্র: কইমই।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আদন ন স ম আদন ন স ম
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট