রিয়াল এই মৌসুমে বার্সার সঙ্গে পারবে না, আগেই বলেছিলেন ইয়ামাল
Published: 27th, April 2025 GMT
রুডিগার কি সত্যিই রেফারিকে বরফ ছুড়ে মেরেছিলেন, কী শাস্তি হতে পারে
ম্যাচে বার্সেলোনা গোল করেছে তিনটি, একটিও তাঁর নয়। তবে দুটি গোলে তিনি সহযোগিতা করেছেন। অবদান আছে সতীর্থদের গুরুত্বপূর্ণ পাস দেওয়া, রিয়াল মাদ্রিদ রক্ষণে প্রতিনিয়ত হুমকি তৈরিতেও। তবে আরেকটা কৃতিত্ব চাইলেই দাবি করতে পারেন লামিনে ইয়ামাল। গতকাল রাতের কোপা দেল রে ফাইনালের আগেই বলেছিলেন, ম্যাচে যে পরিস্থিতিই তৈরি হোক—শেষ পর্যন্ত বার্সেলোনাই জিতবে। কারণ, চলতি মৌসুমে রিয়াল বার্সার সঙ্গে পারবেই না।
পারেওনি। ২০২৪–২৫ মৌসুমে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বার্সা–রিয়াল। বার্সা জিতেছে প্রতিবার, যার সর্বশেষটি গতকাল কোপা দেল রের ফাইনালে।
রিয়ালকে ৩–২ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জয়ের পর মাঠেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচের আগে রোনাল্ড আরাউহোর সঙ্গে কথোপকথনের কথা তুলে ধরে বলেন, ‘হোটেলে আমার সঙ্গে আরাউহোর যখন কথা হচ্ছিল, তখন বলেছিলাম “আমরা এক গোল করলেই আর কোনো সমস্যা হবে না। আর যদি ওরা দুই গোল করে ফেলে? তবুও সমস্যা নেই। এই বছর ওরা আমাদের সামলাতে পারবে না।” আমরা সেটাই করে দেখালাম।’
গোলদাতা জুলস কুন্দের (ডানে) সঙ্গে ইয়ামালের আনন্দ–নাচন।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী