নায়ক রুবেলের মৃত্যু গুজব: সোহেল রানার হুঁশিয়ারি
Published: 30th, April 2025 GMT
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রুবেলের ‘মৃত্যু’ গুজব ছড়িয়েছে। এমন গুঞ্জন পূর্বেও ছড়িয়েছিল। ফলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রুবেলের বড় ভাই, খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা।
ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে রুবেলের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। এই গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করতে সোহেল রানা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, “সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।”
আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সোহেল রানা লেখেন, “আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি এমন ধরনের বাজে কথা আবার কেউ প্রচার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরো পড়ুন:
প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ায় অনেকে পর্নো তারকা বলেছে: পিয়া
হাসপাতালে অজিত কুমার
দুই ভাইয়ের তোলা একটি স্থিরচিত্র পোস্টে যুক্ত করে এসব কথা লেখেন সোহেল রানা।
দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যায় না রুবেলকে। সর্বশেষ রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ শিরোনামের ওয়েব ফিল্মে অভিনয় করেন। অন্যদিকে, সোহেল রানা অনেক আগেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। রাজনীতিতে সক্রিয় থাকলেও এখন সেখানেও অনিয়মিত।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ব যবস থ
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r
একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)।