চট্টগ্রাম নগরীর একটি খাল থেকে দুই হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হত্যার পর তাকে পানিতে ফেলে দেওয়া হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল আফ্রাদ জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাকে স্থানীয়রা কেউ চিনতে পারেননি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। জোয়ারের পানিতে পরে এটি ভেসে উঠেছে।

পুলিশ জানায়, ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এজন্য নগরীর থানাগুলোতে নিখোঁজ ব্যক্তির বিষয়ে করা জিডিগুলো (সাধারণ ডায়েরি) দেখা হচ্ছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল শ উদ ধ র

এছাড়াও পড়ুন:

‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে সিনেমাটির শুটিং চলছে; সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা।

রায়হান রাফী গণমাধ্যমে দাবি করেছেন, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন। সকালের দিকেই তিনি (মনির) হার্ট অ্যাটাক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানায়নি। অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য কষ্টকর। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার।

সহকারী ফাইট ডিরেক্টর ও স্টান্টম্যান নেপালীর সঙ্গে কাজ করতেন মনির। অসুস্থ হওয়ার পর মনিরকে হাসপাতালে নিয়েছিলেন নেপালী।

মনির ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েকবছর ধরেই স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্রাঙ্গনে তিনি কাজ করছিলেন।

আসছে ঈদে ‘তাণ্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।

সম্পর্কিত নিবন্ধ