চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে ওয়াকিটকি, সাবমার্সিবলসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। পাচারকারীরা হলেন- কক্সবাজারের বাসিন্দা মো.

সাইফুল, মো. আক্কাস,  মো. লোকমান, মো. জসিম, মো. মোতাহার এবং ভোলার বাসিন্দা মো. ইব্রাহিম।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশি করে ১০টি অত্যাধুনিক ওয়াকিটকি সেট, ১০টি ওয়াকিটকি চার্জার, ২টি সাবমার্সিবল পাম্প, ১টি স্যামসাং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ছয় পাচারকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন অবৈধভাবে পাচার কাজে জড়িত। আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা পণ্যসামগ্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: প চ রক র

এছাড়াও পড়ুন:

গব্বর থেকে জিম: বদলে যাচ্ছে বলিউডের খলনায়ক

স্বর্ণযুগের খলনায়ক
পঞ্চাশ থেকে সত্তরের দশক—বলিউডের ইতিহাসে খলনায়কের এক উজ্জ্বল সময়। সেই সময়ের সিনেমায় খলনায়কেরা ছিলেন প্রায়ই জমিদার, গুন্ডা, চোরাকারবারি বা সমাজের ক্ষমতালিপ্সু শোষকের প্রতীক। তাঁরা একমাত্রিক হলেও প্রভাব বিস্তারকারী। তাঁদের উপস্থিতি দর্শকের মনে একরকম উত্তেজনা ও আতঙ্ক একসঙ্গে তৈরি করত। প্রাণ, অজিত, কেএন সিং ও আমজাদ খানের মতো অভিনেতারা এই সময়ের খলনায়ক চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছিলেন কিংবদন্তি।

‘শোলে’ ছবিতে আমজাদ খান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ