পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রূপপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিন্টু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযান চলার সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যান পিন্টু ঘরের সানশেডের ওপরে শুয়ে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করেছিলেন। তারপরও শেষ রক্ষা হয়নি তাঁর। পুলিশের অভিযানের সময় পালানোর চেষ্টা করেও সফল হননি তিনি।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলার সময় মিছিলে হামলা-মামলার আসামি হিসেবে চেয়ারম্যান পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা মাহাবউল-আলম হানিফের ভাগনে পরিচয়ে সর্বশেষ নির্বাচনে প্রভাব খাটিয়ে অন্য কাউকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচিত হন সাউফুজ্জামান পিন্টু। পরে পদ্মা নদী থেকে বালু উত্তোলনে সিন্ডিকেট ও রূপপুর প্রকল্পের বিভিন্ন কাজে প্রভাব খাটিয়ে এলাকায় আলোচনায় আসেন তিনি।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও পাকশীর চেয়ারম্যান পদে থেকে যান পিন্টু। আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে গোপন বৈঠকসহ নানাভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত র কর

এছাড়াও পড়ুন:

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সোমবার রাতেই  আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে  মামলা দায়ের করেন। মামলার পর ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেছেন, সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/রবিউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ