পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিন্টু গ্রেপ্তার
Published: 9th, May 2025 GMT
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রূপপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিন্টু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযান চলার সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যান পিন্টু ঘরের সানশেডের ওপরে শুয়ে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করেছিলেন। তারপরও শেষ রক্ষা হয়নি তাঁর। পুলিশের অভিযানের সময় পালানোর চেষ্টা করেও সফল হননি তিনি।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলার সময় মিছিলে হামলা-মামলার আসামি হিসেবে চেয়ারম্যান পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা মাহাবউল-আলম হানিফের ভাগনে পরিচয়ে সর্বশেষ নির্বাচনে প্রভাব খাটিয়ে অন্য কাউকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচিত হন সাউফুজ্জামান পিন্টু। পরে পদ্মা নদী থেকে বালু উত্তোলনে সিন্ডিকেট ও রূপপুর প্রকল্পের বিভিন্ন কাজে প্রভাব খাটিয়ে এলাকায় আলোচনায় আসেন তিনি।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও পাকশীর চেয়ারম্যান পদে থেকে যান পিন্টু। আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে গোপন বৈঠকসহ নানাভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত র কর
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তাসহ বরখাস্ত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন ভূমি অফিসে সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ায় ভূমি কর্মকর্তাসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এ দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের হয়রানি করছেন। সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে কর্তৃপক্ষের নির্দেশে গত ৭ মে দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে জাকিয়া সরওয়ার লিমা সমকালকে বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। একটি ভিডিও চিত্রে প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে।