কান চলচ্চিত্র উৎসব মানেই বিশ্ব তারকাদের ভরপুর উপস্থিতি। রেড কার্পেটে হাসি  আর উড়ন্ত চুমু ছুড়ে দেওয়ার নান্দনিক দৃশ্য। ২৫ এর কান উৎসবে এসেও তার ব্যত্যয় ঘটছে না। এবারের উৎসবে উৎসবে অংশগ্রহণ করতে এসে মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং এক গভীর এবং প্রাসঙ্গিক মন্তব্য করেছেন তাঁর নতুন ছবি The Apprentice-এ নিজের চরিত্র রয় কোহন নিয়ে। ছবিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের উত্থান নিয়ে নির্মিত, যেখানে কোহন ছিলেন তাঁর একজন গুরুত্বপূর্ণ মেন্টর।

স্ট্রং বলেন, “আমি মনে করি, রয় কোহন ছিলেন ফেক নিউজ এবং বিকৃত সত্যের পথের লোক। আজ যাকে আমরা 'অল্টারনেটিভ ট্রুথ' বলি—তাঁর একজন প্রবর্তক। আজকের সময়ে, যখন সত্য প্রতিনিয়ত হুমকির মুখে, তখন সিনেমা আমাদের চিন্তাশক্তিকে জাগিয়ে তোলে এবং সত্য-মিথ্যার ভেদ করতে শেখায়।”

তিনি আরও বলেন, এই বছর কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে কাজ করাটা যেন তাঁর পক্ষে একধরনের ভারসাম্য রক্ষা করার প্রচেষ্টা—একদিকে রয় কোহনের মতো চরিত্রের প্রতিনিধিত্ব, অন্যদিকে সৃজনশীল বিচারক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।

জেরেমি স্ট্রংয়ের এই বক্তব্য শুধু তাঁর অভিনয় দক্ষতাই নয়, বরং তাঁর সামাজিক ও নৈতিক সচেতনতার দিকটিও তুলে ধরে। The Apprentice ইতিমধ্যেই নানা মহলে আলোড়ন তুলেছে, এবং তাঁর চরিত্রায়নকে ঘিরে উৎসবের অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।

এই বক্তব্যের মাধ্যমে স্ট্রং  মনে করিয়ে দিলেন—সিনেমা শুধু বিনোদন নয়, বরং সত্য অনুসন্ধানের একটি শক্তিশালী মাধ্যম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব

এছাড়াও পড়ুন:

গল্পের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য করেছি: রাজ রিপা

চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তি পায় রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘ময়না’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নবাগত চিত্রনায়িকা রাজ রিপার। সিনেমাটির কিছু দৃশ্য—বিশেষ করে চুম্বন ও অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছিল। বিতর্কিত সেই দৃশ্য নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন রাজ রিপা।

রাজ রিপা বলেন, “কিসিং ব্যাপারটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। চরিত্রের প্রয়োজনে করা হয়েছে। আমি রিপা হিসেবে নয়, ‘ময়না’ চরিত্র হিসেবে অভিনয় করেছি। ক্যামেরার সামনে আমি ছিলাম না, ছিল ‘ময়না’। চরিত্রের গভীরতা বোঝাতে চুম্বনের দৃশ্যটি ছিল অপরিহার্য।”

আরো সাহসী দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। এ তথ্য স্মরণ করে রাজ রিপা বলেন, “চরিত্রের গঠন অনুযায়ী আরো কিছু সাহসী দৃশ্যের পরিকল্পনা ছিল। কিন্তু আমি পরিচালককে জানিয়ে দিই—সেটি আমার পক্ষে করা সম্ভব নয়। শারীরিক ভাষা বা পোশাকে কিছুটা শালীনতা বজায় রেখে কাজ করেছি।”

আরো পড়ুন:

ধর্ষণের প্রতিবাদে সরব তারকারা

৯ দিনে কত আয় করল আমিরের সিনেমা?

শালীনতা বজায় রেখে কাজ করার কথা উল্লেখ করে রাজ রিপা বলেন, “আমি ময়না সিনেমায় কাজ করেছি, কিন্তু চেয়েছি পোশাকের মাধ্যমে খানিকটা শালীনতা থাকুক। আমাকে গল্প বলেছে একটা, কিন্তু আমি চেষ্টা করেছি চরিত্রটিকে এমনভাবে ফুটিয়ে তুলতে, যাতে ভালো-মন্দের দ্বন্দ্বটা থাকে।”

বিতর্কের পাশাপাশি ‘ময়না’ পেয়েছে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি। মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটি লন্ডনের ‘ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩’-এ সেরা ফিল্ম প্রোডাকশন পুরস্কার, ইতালির ‘কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এ বিশেষ পুরস্কার, মুম্বাইয়ের ‘গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩’-এ সেমিফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি, দক্ষিণ কোরিয়ার ২১তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি 
  • আড়ংয়ে জব সার্কুলার ২০২৫, আছে প্রভিডেন্ট ফান্ড-বিমা 
  • সময় এখন বৃক্ষ রোপণের
  • ‘বেহুলার লাচারি’–শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
  • ‘আনটাং’ যাচ্ছে আফ্রিকায়
  • বিএসআরএফ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ফল উৎসব
  • ইতিবাচক লেখনিতে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার: ডিবিএ সভাপতি
  • সিডনিতে ‘উৎসব’–এ মেতেছেন প্রবাসীরা
  • গাজার পক্ষে সরব ব্যান্ডটি যেভাবে যুক্তরাষ্ট্র সরকারের চক্ষুশূলে পরিণত হলো
  • গল্পের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য করেছি: রাজ রিপা