সিনেমা শুধু বিনোদন নয়, সত্য অনুসন্ধানের মাধ্যমও: জেরেমি স্ট্রং
Published: 14th, May 2025 GMT
কান চলচ্চিত্র উৎসব মানেই বিশ্ব তারকাদের ভরপুর উপস্থিতি। রেড কার্পেটে হাসি আর উড়ন্ত চুমু ছুড়ে দেওয়ার নান্দনিক দৃশ্য। ২৫ এর কান উৎসবে এসেও তার ব্যত্যয় ঘটছে না। এবারের উৎসবে উৎসবে অংশগ্রহণ করতে এসে মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং এক গভীর এবং প্রাসঙ্গিক মন্তব্য করেছেন তাঁর নতুন ছবি The Apprentice-এ নিজের চরিত্র রয় কোহন নিয়ে। ছবিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের উত্থান নিয়ে নির্মিত, যেখানে কোহন ছিলেন তাঁর একজন গুরুত্বপূর্ণ মেন্টর।
স্ট্রং বলেন, “আমি মনে করি, রয় কোহন ছিলেন ফেক নিউজ এবং বিকৃত সত্যের পথের লোক। আজ যাকে আমরা 'অল্টারনেটিভ ট্রুথ' বলি—তাঁর একজন প্রবর্তক। আজকের সময়ে, যখন সত্য প্রতিনিয়ত হুমকির মুখে, তখন সিনেমা আমাদের চিন্তাশক্তিকে জাগিয়ে তোলে এবং সত্য-মিথ্যার ভেদ করতে শেখায়।”
তিনি আরও বলেন, এই বছর কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে কাজ করাটা যেন তাঁর পক্ষে একধরনের ভারসাম্য রক্ষা করার প্রচেষ্টা—একদিকে রয় কোহনের মতো চরিত্রের প্রতিনিধিত্ব, অন্যদিকে সৃজনশীল বিচারক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।
জেরেমি স্ট্রংয়ের এই বক্তব্য শুধু তাঁর অভিনয় দক্ষতাই নয়, বরং তাঁর সামাজিক ও নৈতিক সচেতনতার দিকটিও তুলে ধরে। The Apprentice ইতিমধ্যেই নানা মহলে আলোড়ন তুলেছে, এবং তাঁর চরিত্রায়নকে ঘিরে উৎসবের অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
এই বক্তব্যের মাধ্যমে স্ট্রং মনে করিয়ে দিলেন—সিনেমা শুধু বিনোদন নয়, বরং সত্য অনুসন্ধানের একটি শক্তিশালী মাধ্যম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব
এছাড়াও পড়ুন:
শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫
রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর আয়োজিত তিন দিনব্যাপী ‘যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫’ তরুণ শিক্ষার্থীদের মধে৵ অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। ‘ফার্ম ফ্রেশ’-এর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সহযোগিতায় আয়োজিত এই গণিত উৎসবে শিক্ষার্থীরা মেধা, যুক্তি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এক কঠিন লড়াইয়ে অংশ নেয়। এটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না; বরং গণিতকে নতুন করে আবিষ্কার করার এক আনন্দময় যাত্রা ছিল এটি।
প্রথম দিন: উৎসবের সূচনা ও নতুন অধ্যায়ের উন্মোচন
১১ সেপ্টেম্বর এই গণিত উৎসবের শুভসূচনা হয়। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা নির্ধারিত কাউন্টারে রিপোর্ট ও রেজিস্ট্রেশন করতে ব্যস্ত ছিল। তাদের চোখেমুখে ছিল উত্তেজনা আর নতুন কিছু শেখার আগ্রহ। সব আনুষ্ঠানিকতা শেষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআরই) অধ্যাপক আবদুল হালিম এবং বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক স্বাক্ষর শতাব্দ।
এরপর শুরু হয় দিনের প্রথম ইভেন্ট ‘জেনেসিস’, যেখানে শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। মধ্যাহ্নভোজের পর সবচেয়ে আকর্ষণীয় ও মজার ইভেন্ট ছিল ‘ক্রিপ্টোম্যানিয়া’। এতে শিক্ষার্থীরা কোড ও সংকেত ব্যবহার করে গণিতবিষয়ক ধাঁধা সমাধান করে এবং প্রতিটি ধাঁধার সমাধান তাদের পরবর্তী ক্লু পর্যন্ত নিয়ে যায়। দিনের শেষ ইভেন্ট ছিল ‘টিক-ট্যাক-টো’, তবে গণিতের সমীকরণ ব্যবহার করে খেলাটিকে এক ভিন্নমাত্রা দেওয়া হয়। প্রথম দিনের প্রতিটি ইভেন্টই প্রমাণ করেছে যে গণিত শুধু ক্লাসের চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি এক বিশাল উন্মুক্ত জগৎ।
আরও পড়ুনস্পোর্টস ফিজিওথেরাপিতে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিজিওথেরাপিস্ট আফজাল ১৪ সেপ্টেম্বর ২০২৫তিন দিনব্যাপী ‘যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫’ তরুণ শিক্ষার্থীদের মধে৵ সাড়া জাগিয়েছে