কান চলচ্চিত্র উৎসব মানেই বিশ্ব তারকাদের ভরপুর উপস্থিতি। রেড কার্পেটে হাসি  আর উড়ন্ত চুমু ছুড়ে দেওয়ার নান্দনিক দৃশ্য। ২৫ এর কান উৎসবে এসেও তার ব্যত্যয় ঘটছে না। এবারের উৎসবে উৎসবে অংশগ্রহণ করতে এসে মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং এক গভীর এবং প্রাসঙ্গিক মন্তব্য করেছেন তাঁর নতুন ছবি The Apprentice-এ নিজের চরিত্র রয় কোহন নিয়ে। ছবিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের উত্থান নিয়ে নির্মিত, যেখানে কোহন ছিলেন তাঁর একজন গুরুত্বপূর্ণ মেন্টর।

স্ট্রং বলেন, “আমি মনে করি, রয় কোহন ছিলেন ফেক নিউজ এবং বিকৃত সত্যের পথের লোক। আজ যাকে আমরা 'অল্টারনেটিভ ট্রুথ' বলি—তাঁর একজন প্রবর্তক। আজকের সময়ে, যখন সত্য প্রতিনিয়ত হুমকির মুখে, তখন সিনেমা আমাদের চিন্তাশক্তিকে জাগিয়ে তোলে এবং সত্য-মিথ্যার ভেদ করতে শেখায়।”

তিনি আরও বলেন, এই বছর কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে কাজ করাটা যেন তাঁর পক্ষে একধরনের ভারসাম্য রক্ষা করার প্রচেষ্টা—একদিকে রয় কোহনের মতো চরিত্রের প্রতিনিধিত্ব, অন্যদিকে সৃজনশীল বিচারক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।

জেরেমি স্ট্রংয়ের এই বক্তব্য শুধু তাঁর অভিনয় দক্ষতাই নয়, বরং তাঁর সামাজিক ও নৈতিক সচেতনতার দিকটিও তুলে ধরে। The Apprentice ইতিমধ্যেই নানা মহলে আলোড়ন তুলেছে, এবং তাঁর চরিত্রায়নকে ঘিরে উৎসবের অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।

এই বক্তব্যের মাধ্যমে স্ট্রং  মনে করিয়ে দিলেন—সিনেমা শুধু বিনোদন নয়, বরং সত্য অনুসন্ধানের একটি শক্তিশালী মাধ্যম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব

এছাড়াও পড়ুন:

উৎসব না প্রতিবাদ—নাকি দুটোই?

চোখধাঁধানো রেড কার্পেট, আর বিশ্বের সেরা চলচ্চিত্র নির্মাতাদের মিলনমেলা—এটাই কান চলচ্চিত্র উৎসবের চিরন্তন রূপ। কিন্তু এবারের ৭৮তম আসর যেন শুধুই রূপ-রসের উৎসব নয়; বরং এটি এক তীব্র রাজনৈতিক ও মানবিক বার্তার বাহক হয়ে উঠেছে। উৎসব প্রথম দিন থেকে যা যা ঘটল তা নিয়েই এই আয়োজন। 

গাজা প্রসঙ্গে বিশ্ব চলচ্চিত্রের প্রতিবাদ

উৎসবের উদ্বোধনী দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গাজার পরিস্থিতি। ইসরায়েলি হামলার বিরুদ্ধে গাজা উপত্যকার নিরীহ মানুষদের পাশে দাঁড়িয়ে ৩৮০ জনের বেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন রিচার্ড গিয়ার, সুসান সারানডন, পেদ্রো আলমোদোভর ও মাইক লির মতো বিখ্যাত নাম।
ইরানি-বংশোদ্ভূত নির্মাতা সেপ্টিদেহ ফার্সি, যিনি গাজার ফটোসাংবাদিক ফাতিমা হাসুনার ওপর নির্মিত একটি ডকুমেন্টারির পরিচালক, কানের আয়োজকদের প্রতি আহ্বান জানান—“এ ধরনের মানবিক সঙ্কটে উৎসবের নিরপেক্ষ থাকা অনুচিত।” গত মাসে ইসরায়েলি বোমা হামলায় নিহত ফাতিমা হাসুনার মৃত্যু বিশ্ব চলচ্চিত্রে এক গভীর শোকের ছায়া ফেলেছে।জুরিপ্রধান জুলিয়েট বিনোশ প্রসঙ্গেও বিতর্ক দেখা গেছে। প্রথমে বলা হয়, তিনিও প্রতিবাদী চিঠিতে স্বাক্ষর করেছেন। পরে তাঁর মুখপাত্র জানান, তিনি সেই চিঠির সমর্থন করেননি।

তারকাদের মাঝে রবার্ট ডি নিরো ও ‘লিভ ওয়ান ডে’

১৩ মে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরো। অসাধারণ চলচ্চিত্র জীবনকে স্বীকৃতি দিয়ে তাকে দেওয়া হয় অনারারি পাম ডি’অর। কানের ইতিহাসে এ এক বিরল সম্মান।এ বছরের উদ্বোধনী চলচ্চিত্র ছিল ফরাসি নির্মাতা অ্যামেলি বনিন-এর ‘লিভ ওয়ান ডে’। এটি ফ্রান্সের কোনো প্রথমবারের পরিচালককে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচনের প্রথম নজির। সমাজ ও স্বপ্ন নিয়ে নির্মিত এ ছবি প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছ থেকে।

রাজনৈতিক বার্তা বহন করা সিনেমা

এবারের মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন পেদ্রো আলমোদোভর, ওয়েস অ্যান্ডারসন, লিন র‍্যামসে, জাফর পানাহী ও জোনাথন গ্লেজারের মতো বিশ্বখ্যাত নির্মাতারা। তাদের সিনেমাগুলোর মধ্য দিয়ে উঠে এসেছে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধ, অভিবাসন ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও, ইউক্রেন ডে নামে একটি বিশেষ দিন পালিত হবে, যেখানে রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের প্রেক্ষাপটে তিনটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে।

 আবারও কানে টম ক্রুজ

তিন বছর পর আবারও কান উৎসবের রেড কার্পেটে ফিরলেন টম ক্রুজ। ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের নতুন পর্ব নিয়ে কানে তার উপস্থিতি যেন ২০২২ সালের ‘টপ গান: মাভেরিক’-এর স্মৃতি ফিরিয়ে আনলো।

বাংলাদেশের গৌরব: ‘আলী’

গর্বের বিষয়, এ বছর কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচিত ১১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার একটি হলো ‘আলী’, পরিচালনা করেছেন আদনান আল রাজীব।

এই ১৫ মিনিটের ছবিতে দেখা যাবে বাংলাদেশের উপকূলবর্তী এক শহরে নারীদের গান গাওয়া নিষিদ্ধ। সেখানে এক কিশোর তার কণ্ঠ লুকিয়ে রেখে শহরে গান প্রতিযোগিতায় অংশ নেয়। নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন, আর মায়ের চরিত্রে আছেন ইন্দ্রানী সোমা।

সংখ্যায় কান ২০২৫
এবারের আসরে জমা পড়েছে ৪,৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যার মধ্যে থেকে নির্বাচিত হয়েছে মাত্র ১১টি। মোট প্রদর্শিত চলচ্চিত্রের সংখ্যা ১৬২টি, যার মধ্যে রয়েছে:প্রতিযোগিতা বিভাগে ২২টি সিনেমা, আঁ সাঁর্তে রিগাতে ২০টি, শর্টফিল্ম প্রতিযোগিতায় ১১টি, লা সিনেফ ১৬টি, ইমারসিভ প্রতিযোগিতা ১৬টি এবং কান ক্ল্যাসিকস, স্পেশাল স্ক্রিনিংস, কান প্রিমিয়ার সহ অন্যান্য বিভাগে: ৬৭টি+ সিনেমা। 

সিনেমার সঙ্গে রাজনীতির সখ্যতা
চলচ্চিত্র এখন কেবল বিনোদন নয়, এটি বিশ্ব রাজনীতির প্রতিচ্ছবি। পরিচালকরা তাঁদের ক্যামেরার ভেতর দিয়ে সমাজের সত্য তুলে ধরছেন—কখনও প্রতিবাদের ভাষা হয়ে, কখনও মানবিকতা রক্ষার আশ্রয় হয়ে।

উৎসব না প্রতিবাদ—নাকি দুটোই?

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসব দেখিয়ে দিল, সিনেমার রঙিন পর্দার আড়ালেও লুকিয়ে থাকে এক গভীর বাস্তবতা। এই উৎসব কেবল সেলিব্রিটি আর গ্ল্যামারের নয়, এটি এক শক্তিশালী সামাজিক মঞ্চ যেখানে শিল্পীরা তাদের কণ্ঠকে অস্ত্র বানিয়ে তুলেছেন। হয়তো একদিন, এই রকম প্রতিবাদী গল্পই বদলে দেবে পৃথিবীর গল্প।

সম্পর্কিত নিবন্ধ

  • নগ্ন হওয়া যাবে না
  • টম ক্রুজের হাতঘড়িতে নজর
  • সবার নজর টম ক্রুজের হাত ঘড়িতে 
  • সিনেমা শুধু বিনোদন নয়, সত্য অনুসন্ধানের শক্তিশালী মাধ্যমও : জেরেমি স্ট্রং
  • উৎসব না প্রতিবাদ—নাকি দুটোই?
  • পোশাক নিয়ে কান উৎসবে কটাক্ষের শিকার উর্বশী
  • ‘জঘন্য সাজ’ কানে পোশাক নিয়ে কটাক্ষের শিকার উর্বশী
  • আমি ইতিহাস নয়, সিনেমার জন্য কাজ করছি: জুলিয়েট বিঞ্চ
  • আমি ইতিহাস নয়, সিনেমার বর্তমান সময়ের জন্য কাজ করছি: জুলিয়েট বিঞ্চ