ফতুল্লায় চুরি হওয়া চার মাসের শিশু উদ্ধার, নিঃসন্তান দম্পতি গ্রেপ্তার
Published: 15th, May 2025 GMT
ফতুল্লায় চুরি হওয়া চার মাসের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি করার অভিযোগে এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মাহমুদা বেগম (২৮) ও তার স্বামী আসাদুল (৩৫)।
এছাড়াও এ ঘটনায় সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়। বুধবার (১৪ মে) রাতে সদর উপজেলার পূর্ব মাসদাইর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীরা হলেন- অটোচালক মনোয়ারুল (৩২) ও তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক তাহসিনা আক্তার (২৮)। তাদের ছোট কন্যা সন্তান মাসকুরা বিন তিশা।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তাহসিনা আক্তার মাসদাইর ফারিয়া গার্মেন্টসে কাজ করেন ও তার স্বামী মনোয়ারুল অটোরিকশা চালক। তারা কর্মক্ষেত্রে চলে গেলে তাদের বড় মেয়ে মরিয়মের (১০) ও ছোট মেয়ে তিশা মাসদাইর এলাকার ভাড়া বাড়িতে থাকতেন।
প্রতিদিন তার বড় মেয়ে সকাল ১০টার দিকে ছোট বোন তিশাকে দুধ পান করানোর জন্য ফারিয়া গার্মেন্টেসে তার মায়ের কাছে নিয়ে যায় এবং দুধ পান করানোর পর পুনরায় বাসায় নিয়ে আসে। প্রতিদিনের ন্যায় গত ৭ মে সকাল ১০টার দিকে মরিয়ম তার ছোট বোন তিশাকে দুধ খাওয়ানোর জন্য মায়ের কাছে নিয়ে যাচ্ছিল।
এ সময় সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় গাইবান্ধা টেইলার্সের সামনে থেকে আসামি মাহমুদা বেগম কৌশলে তিশাকে কোলে নিয়ে মরিয়মকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দেয়। এ সময় মরিয়ম টাকা নিয়ে চকলেট কিনতে দোকানে গেলে মাহমুদা বেগম তিশাকে নিয়ে পালিয়ে যায়।
এরপর তিশাকে খোঁজাখুজি করে না পেয়ে ফতুল্লা থানা পুলিশকে জানায় ভুক্তভোগী বাবা-মা।
এ ঘটনায় তিশার বাবা গত ১৩ মে বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরে র্যাব-১১ এর সহায়তায় ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে পুলিশ সদস্যরা বুধবার (১৪ মে) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার পূর্ব মাসদাইর এলাকা থেকে মাহমুদাকে গ্রেপ্তার করে ও তিশাকে উদ্ধার করে। এ ঘটনায় আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাহমুদা চুরির বিষয়টি স্বীকার করেছে। মূলত তার দীর্ঘ ১২ বছরের সংসার জীবনে কোন সন্তান নেই। যে কারণে সামাজিক ও পারিবারিকভাবে চাপে ছিলেন। এমনকি এ কারণে তার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়।
গত ৭ মাস আগে তিনি অন্তঃসত্তা হলেও মিসক্যারেজ হয়ে যায়। এ বিষয়টি পরিবারের সদস্যদের কাছে তিনি লুকিয়েছেন। ফলে এই বাচ্চাটি তিনি চুরি করে তার নিজের বাচ্চা বলে জাহির করেন। এ কারণে বাচ্চাটি চুরি করেন তিনি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ র প ত র কর এ ঘটন য়
এছাড়াও পড়ুন:
১৪০০ বছরের মধ্যে প্রথম নারী আর্চবিশপ নিয়োগ দিলো চার্চ অফ ইংল্যান্ড
চার্চ অফ ইংল্যান্ড সারা মুল্লালিকে ক্যান্টারবেরির পরবর্তী আর্চবিশপ হিসেবে মনোনীত করেছে। এক হাজার ৪০০ বছরের পুরনো এই পদে প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সারার এই নিয়োগের ফলে আফ্রিকার রক্ষণশীল অ্যাংলিকানদের সমালোচনার মুখে পড়েছে চার্চ অফ ইংল্যান্ড। কারণ অ্যাংলিকানরা নারী বিশপের বিরোধিতা করেন।
মুল্লালি বিশ্বব্যাপী আট কোটি ৫০ লাখ অ্যাংলিকানদের আনুষ্ঠানিক প্রধানও হবেন। তার পূর্বসূরীদের মতো রক্ষণশীলদের মধ্যে - বিশেষ করে আফ্রিকায়, যেখানে কিছু দেশে সমকামিতা নিষিদ্ধ এবং সাধারণত পশ্চিমে আরো উদার খ্রিস্টানদের মধ্যে বিভেদ দূর করার ক্ষেত্রে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মুল্লালি।
ক্যান্টারবেরি ক্যাথেড্রালে তার প্রথম ভাষণে ৬৩ বছর বয়সী সাবেক নার্স যৌন নির্যাতন কেলেঙ্কারি এবং চার্চকে প্রভাবিত করে এমন বিষয়গুলো এবং বৃহস্পতিবার ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার পর ইহুদি-বিদ্বেষের নিন্দা করেছেন।
বিশ্বব্যাপী রক্ষণশীল অ্যাংলিকান গির্জাগুলোর দল গ্যাফকন এক বিবৃতিতে মুল্লালির নিয়োগের তাৎক্ষণিক সমালোচনা করে জানিয়েছে, এটি দেখায় যে চার্চের ইংরেজ শাখা ‘নেতৃত্ব দেওয়ার সক্ষমতা হারিয়েছে।’
২০১৮ সাল থেকে লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মুল্লালি। এর আগে তিনি চার্চের অভ্যন্তরে বেশ কিছু উদারনৈতিক কাজ করেছেন, যার মধ্যে রয়েছে নাগরিক অংশীদারিত্ব এবং সমকামী দম্পতিদের জন্য আশীর্বাদ প্রদান।
ঢাকা/শাহেদ