দলে দলে কাকরাইলে আসছেন জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা
Published: 16th, May 2025 GMT
দাবি আদায়ের আন্দোলনে রাজধানীর কাকরাইল মোড়ে সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের অ্যালামনাই কমিটি ও নানা জায়গায় অবস্থান করা সাবেক জবিয়ানরা সমাবেশে যোগ দিচ্ছেন।
তারা বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা আপসহীন। আগেও অধিকার আদায়ে সংগ্রাম করা হয়েছে, এখনও হচ্ছে। কোনো পার্থক্য নাই। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।
সাবেক জবিয়ানদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সমাবেশে পানি, কেক, কলাসহ নাস্তা সরবরাহ করা হচ্ছে। ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে আন্দোলন করছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা।
ক্যাম্পাস থেকে আসছে বাস: চলমান আন্দোলনের তৃতীয় দিন আজ শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত ১০টি বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইলের সমাবেশে যোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড.
তিনি বলেন, বাসের অনেক ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নামাজের আগে ও পরে বাস ছাড়া হবে ক্যাম্পাস থেকে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
লেখাটা পড়তে গিয়ে এতটাই ভালো লাগল যে চোখে পানি চলে এল
রেইনড্যান্স উৎসবে যখন ২ষ-এর যুক্তরাজ্য প্রিমিয়ার হচ্ছে, তখন নতুন খবর দিলেন পরিচালক নুহাশ হুমায়ূন। চরকির অ্যানথোলজি সিরিজটি কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। গুরুত্বপূর্ণ এ উৎসবের আয়োজক কর্তৃপক্ষ সিনেমাটির পরিচালক ও তাঁর কাজের জনরা নিয়ে প্রশংসা করেছে। যা পড়ে আবেগাপ্লুত এই তরুণ নির্মাতা।
বিভিন্ন উৎসব থেকে মনোনয়ন পাওয়াটা নুহাশের কাছে নতুন কিছু নয়। প্রায়ই মনোনয়নের খবর পান তিনি। তবে এবার মনোনয়নের সঙ্গে একটি মন ভালো করে দেওয়া চিঠিও পেয়েছেন। উৎসব কর্তৃপক্ষ অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘এর আগে নির্মাতা ষ, মশারি ও ফরেনার্স অনলি নির্মাণ করেছেন। তিনিই আবার অবশ্য দ্রষ্টব্য আরেক অ্যানথোলজি নিয়ে এসেছেন। সৃজনশীল কাজে উদ্ভাবনদক্ষ তরুণ নির্মাতা নুহাশ হরর ঘরানার সিনেমাকে বাংলাদেশে নতুন এক দিগন্তে নিয়ে গেছেন। দ্বিতীয় সিজনেও তিনি ভীতিকর গল্প নিয়ে এসেছেন, যা এই গ্রীষ্মে কানাডায় প্রিমিয়ার হবে।’
সিনেমার পোস্টারটি ফেসবুকে ভাগাভাগি করেছেন নুহাশ