দলে দলে কাকরাইলে আসছেন জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা
Published: 16th, May 2025 GMT
দাবি আদায়ের আন্দোলনে রাজধানীর কাকরাইল মোড়ে সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের অ্যালামনাই কমিটি ও নানা জায়গায় অবস্থান করা সাবেক জবিয়ানরা সমাবেশে যোগ দিচ্ছেন।
তারা বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা আপসহীন। আগেও অধিকার আদায়ে সংগ্রাম করা হয়েছে, এখনও হচ্ছে। কোনো পার্থক্য নাই। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।
সাবেক জবিয়ানদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সমাবেশে পানি, কেক, কলাসহ নাস্তা সরবরাহ করা হচ্ছে। ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে আন্দোলন করছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা।
ক্যাম্পাস থেকে আসছে বাস: চলমান আন্দোলনের তৃতীয় দিন আজ শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত ১০টি বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইলের সমাবেশে যোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড.
তিনি বলেন, বাসের অনেক ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নামাজের আগে ও পরে বাস ছাড়া হবে ক্যাম্পাস থেকে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন বেনজেমার ইত্তিহাদ, রোনালদোরা কোথায়?
মাঠে শুরুটা হয়নি খুব আশাব্যঞ্জক। প্রতিপক্ষ গোল করে বসে নবম মিনিটেই। কিন্তু করিম বেনজেমার নেতৃত্বে ঘুরে দাঁড়ায় আল ইত্তিহাদ। এক গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে আল রাইদকে হারিয়ে দুই ম্যাচ বাকি রেখেই সৌদি প্রো লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে তারা।
বৃহস্পতিবারের ম্যাচে আল রাইদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে জেদ্দাভিত্তিক ক্লাবটি ৩২ ম্যাচ শেষে পয়েন্ট দাঁড় করিয়েছে ৭৭-এ। তাদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে এখন ৯ পয়েন্ট এগিয়ে আছে তারা। ফলে শিরোপা নিয়েই আর কোনো সংশয় রইলো না।
শুরুতে অবশ্য ধাক্কা খেতে হয়েছিল। ম্যাচের ৯ মিনিটেই আল রাইদের হয়ে ওমর গঞ্জালেজ জালের দেখা পেয়ে যান। গোলটি করে কিছুটা সময়ের জন্য হলেও চমকে দেন সবাইকে। কিন্তু সেই উৎসব টেকেনি বেশি সময়। মাত্র ১২ মিনিট পর স্টিভেন বারগউইনের গোলে সমতায় ফেরে আল ইত্তিহাদ।
আরো পড়ুন:
ব্রাজিলের ফুটবল প্রধানকে অপসারণ, পুরো বোর্ড বরখাস্ত
দুই ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা চ্যাম্পিয়ন
প্রথমার্ধের শেষদিকে দানিলো পেরেইরার হেডে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। আর দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। ম্যাচের ৪৭ মিনিটে আব্দুলরহমান আর উবুদের করা গোলটি নিশ্চিত করে জয় ও শিরোপা।
এই জয়ে ২০২৩ সালের পর আবারো শিরোপা ঘরে তুললো আল ইত্তিহাদ, যা ক্লাবটির ইতিহাসে ১০ম লিগ শিরোপা। কোচ লরাঁ ব্লাঙ্কের অধীনে এটা নিঃসন্দেহে একটি দুর্দান্ত অর্জন। আর করিম বেনজেমার জন্য সৌদি ফুটবলে এটাই প্রথম লিগ শিরোপা, যা তার ক্যারিয়ারে আরও একটি উজ্জ্বল পালক হয়ে থাকবে।
তবে এখানেই মৌসুম শেষ হচ্ছে না আল ইত্তিহাদের। সামনে কিংস কাপ ফাইনালে উঠেছে দলটি, যেখানে ৩০ মে তাদের প্রতিপক্ষ আল কাদশিয়া। সেই ম্যাচে জয় পেলে ঘরোয়া ডাবল ট্রফির স্বাদ নিতে পারে বেনজেমা-ব্লাঙ্ক বাহিনী।
ঢাকা/আমিনুল