দাবি আদায়ের আন্দোলনে রাজধানীর কাকরাইল মোড়ে সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের অ্যালামনাই কমিটি ও নানা জায়গায় অবস্থান করা সাবেক জবিয়ানরা সমাবেশে যোগ দিচ্ছেন। 

তারা বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা আপসহীন। আগেও অধিকার আদায়ে সংগ্রাম করা হয়েছে, এখনও হচ্ছে। কোনো পার্থক্য নাই। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।  

সাবেক জবিয়ানদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সমাবেশে পানি, কেক, কলাসহ নাস্তা সরবরাহ করা হচ্ছে। ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে আন্দোলন করছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা।

ক্যাম্পাস থেকে আসছে বাস: চলমান আন্দোলনের তৃতীয় দিন আজ শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত ১০টি বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইলের সমাবেশে যোগ দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড.

তারেক বিন আতিক সমকালকে জানান, এখন পর্যন্ত ১০টা বাস ছাড়া হয়েছে ক্যাম্পাস থেকে। সর্বশেষ ১১টা ২০ মিনিটে একটি বাস বিশ্ববিদ্যালয় থেকে কাকরাইলের উদ্দেশে ছাড়া হয়েছে।  

তিনি বলেন, বাসের অনেক ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নামাজের আগে ও পরে বাস ছাড়া হবে ক্যাম্পাস থেকে।  

 

 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

১৪০০ বছরের মধ্যে প্রথম নারী আর্চবিশপ নিয়োগ দিলো চার্চ অফ ইংল্যান্ড

চার্চ অফ ইংল্যান্ড সারা মুল্লালিকে ক্যান্টারবেরির পরবর্তী আর্চবিশপ হিসেবে মনোনীত করেছে। এক হাজার ৪০০ বছরের পুরনো এই পদে প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সারার এই নিয়োগের ফলে আফ্রিকার রক্ষণশীল অ্যাংলিকানদের সমালোচনার মুখে পড়েছে চার্চ অফ ইংল্যান্ড। কারণ অ্যাংলিকানরা নারী বিশপের বিরোধিতা করেন।

মুল্লালি বিশ্বব্যাপী আট কোটি ৫০ লাখ অ্যাংলিকানদের আনুষ্ঠানিক প্রধানও হবেন। তার পূর্বসূরীদের মতো রক্ষণশীলদের মধ্যে - বিশেষ করে আফ্রিকায়, যেখানে কিছু দেশে সমকামিতা নিষিদ্ধ এবং সাধারণত পশ্চিমে আরো উদার খ্রিস্টানদের মধ্যে বিভেদ দূর করার ক্ষেত্রে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মুল্লালি।

ক্যান্টারবেরি ক্যাথেড্রালে তার প্রথম ভাষণে ৬৩ বছর বয়সী সাবেক নার্স যৌন নির্যাতন কেলেঙ্কারি এবং চার্চকে প্রভাবিত করে এমন বিষয়গুলো এবং বৃহস্পতিবার ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার পর ইহুদি-বিদ্বেষের নিন্দা করেছেন।

বিশ্বব্যাপী রক্ষণশীল অ্যাংলিকান গির্জাগুলোর দল গ্যাফকন এক বিবৃতিতে মুল্লালির নিয়োগের তাৎক্ষণিক সমালোচনা করে জানিয়েছে, এটি দেখায় যে চার্চের ইংরেজ শাখা ‘নেতৃত্ব দেওয়ার সক্ষমতা হারিয়েছে।’

২০১৮ সাল থেকে লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মুল্লালি। এর আগে তিনি চার্চের অভ্যন্তরে বেশ কিছু উদারনৈতিক কাজ করেছেন, যার মধ্যে রয়েছে নাগরিক অংশীদারিত্ব এবং সমকামী দম্পতিদের জন্য আশীর্বাদ প্রদান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ