চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উপকূলে সাগরে ডুবে নিখোঁজ কিশোর মোহাম্মদ সিফাতের (১৭) লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে।

নিহত সিফাত কক্সবাজার সদর উপজেলার ইনানী সেপটখালী গ্রামের আমানুল্লাহর ছেলে। বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে নির্মাণশ্রমিক হিসেবে নিয়োজিত ছিল সে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এক বন্ধুসহ সাগরে গোসল করতে নেমে জোয়ারের পানির স্রোতে সে তলিয়ে যায়।

সিফাতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো.

ফিরোজ মিয়া। তিনি বলেন, নিখোঁজ সিফাতকে উদ্ধারে আজ সকাল ছয়টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু হয়। এর মধ্যেই সকাল ১০টার দিকে সিফাতের লাশ সাগরে ভেসে উঠে। যে জায়গায় সে নিখোঁজ হয়, সেখান থেকে ৫০০ গজ উত্তরে লাশটি পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বিকেলে সিফাত সাগরে নিখোঁজ হওয়ার পর কুমিরা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে সিফাতকে খুঁজে না পেয়ে গতকাল রাত আটটার দিকে অভিযান স্থগিত করা হয়। সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১৪০০ বছরের মধ্যে প্রথম নারী আর্চবিশপ নিয়োগ দিলো চার্চ অফ ইংল্যান্ড

চার্চ অফ ইংল্যান্ড সারা মুল্লালিকে ক্যান্টারবেরির পরবর্তী আর্চবিশপ হিসেবে মনোনীত করেছে। এক হাজার ৪০০ বছরের পুরনো এই পদে প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সারার এই নিয়োগের ফলে আফ্রিকার রক্ষণশীল অ্যাংলিকানদের সমালোচনার মুখে পড়েছে চার্চ অফ ইংল্যান্ড। কারণ অ্যাংলিকানরা নারী বিশপের বিরোধিতা করেন।

মুল্লালি বিশ্বব্যাপী আট কোটি ৫০ লাখ অ্যাংলিকানদের আনুষ্ঠানিক প্রধানও হবেন। তার পূর্বসূরীদের মতো রক্ষণশীলদের মধ্যে - বিশেষ করে আফ্রিকায়, যেখানে কিছু দেশে সমকামিতা নিষিদ্ধ এবং সাধারণত পশ্চিমে আরো উদার খ্রিস্টানদের মধ্যে বিভেদ দূর করার ক্ষেত্রে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মুল্লালি।

ক্যান্টারবেরি ক্যাথেড্রালে তার প্রথম ভাষণে ৬৩ বছর বয়সী সাবেক নার্স যৌন নির্যাতন কেলেঙ্কারি এবং চার্চকে প্রভাবিত করে এমন বিষয়গুলো এবং বৃহস্পতিবার ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার পর ইহুদি-বিদ্বেষের নিন্দা করেছেন।

বিশ্বব্যাপী রক্ষণশীল অ্যাংলিকান গির্জাগুলোর দল গ্যাফকন এক বিবৃতিতে মুল্লালির নিয়োগের তাৎক্ষণিক সমালোচনা করে জানিয়েছে, এটি দেখায় যে চার্চের ইংরেজ শাখা ‘নেতৃত্ব দেওয়ার সক্ষমতা হারিয়েছে।’

২০১৮ সাল থেকে লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মুল্লালি। এর আগে তিনি চার্চের অভ্যন্তরে বেশ কিছু উদারনৈতিক কাজ করেছেন, যার মধ্যে রয়েছে নাগরিক অংশীদারিত্ব এবং সমকামী দম্পতিদের জন্য আশীর্বাদ প্রদান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ