সাগরে নিখোঁজ কিশোরের লাশ ১৮ ঘণ্টা পর উদ্ধার
Published: 18th, May 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উপকূলে সাগরে ডুবে নিখোঁজ কিশোর মোহাম্মদ সিফাতের (১৭) লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে।
নিহত সিফাত কক্সবাজার সদর উপজেলার ইনানী সেপটখালী গ্রামের আমানুল্লাহর ছেলে। বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে নির্মাণশ্রমিক হিসেবে নিয়োজিত ছিল সে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এক বন্ধুসহ সাগরে গোসল করতে নেমে জোয়ারের পানির স্রোতে সে তলিয়ে যায়।
সিফাতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো.
গতকাল বিকেলে সিফাত সাগরে নিখোঁজ হওয়ার পর কুমিরা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে সিফাতকে খুঁজে না পেয়ে গতকাল রাত আটটার দিকে অভিযান স্থগিত করা হয়। সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেরোবিতে ফাইল ট্র্যাকিং সিস্টেমবিষয়ক কর্মশালা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফাইল ট্র্যাকিং সিস্টেম’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।
রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন ফাইল ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইলিয়াছ প্রামানিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।
আরো পড়ুন:
ট্রাম্পের শুল্ক
প্রভাব পড়বে না পুঁজিবাজারে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশ্লেষকদের
যেসব অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএসইসি
সিস্টেমটির প্রযুক্তিগত কাঠামো ও ব্যবহারিক দিকনির্দেশনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক প্রকৌশলী মো. বেলাল হোসেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ফাইল ট্র্যাকিং সিস্টেমের কার্যকর বাস্তবায়ন প্রশাসনের গতি বাড়াবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি কার্যকর রূপ দেবে। স্মার্ট বাংলাদেশ গঠনের পথে এটি একটি যুগোপযোগী পদক্ষেপ।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী