ঈদে সাশ্রয়, সুবিধা আর পুরস্কারের চমক, দারাজের ৬.৬ বিগ ঈদ সেল শুরু
Published: 23rd, May 2025 GMT
ঈদ উপলক্ষ্যে বাংলাদেশে দারাজ শুরু করেছে ৬.৬ বিগ ঈদ সেল বিশেষ ক্যাম্পেইন। ২০ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন, যেখানে শুধু ছাড়েই নয়, থাকছে ব্যতিক্রমী পুরস্কার, আকর্ষণীয় ভাউচার ও ক্রেতাভিত্তিক চমকপ্রদ কনটেস্ট।
ক্যাম্পেইনে থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। নির্দিষ্ট অর্ডারে ফ্রি ডেলিভারি, আর রয়েছে এমন একটি অফার, যেখানে একজন ক্রেতা জিতে নিতে পারেন একটি গরু। দারাজের ‘জিতসেন ভাই’ কনটেস্টটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি করেছে। ২০ মে থেকে ২৯ মে পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সফল অর্ডার যার থাকবে, তিনি পাবেন একটি গরু এবং ক্রমানুসারে বাকি দু’জন পাবেন একটি করে ছাগল।
এছাড়া ক্যাম্পেইনের প্রথম দিন, ২০ মে রাত ১২টা থেকে শুরু হয়েছে মিডনাইট ভাউচার ড্রপ যেখানে প্রথম ঘণ্টাতেই মিলবে সীমিত সংখ্যার হাই-ভ্যালু ভাউচার। একই দিন থেকে চলবে ‘মেগা গিভঅ্যাওয়ে’ কনটেস্ট, যেখানে সর্বোচ্চ সফল অর্ডার মূল্যের গ্রাহক জিতে নিতে পারবেন একটি এসি। কনটেস্টের বিস্তারিত জানা যাবে দারাজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
দারাজের জনপ্রিয় নিজস্ব চয়েস চ্যানেল থেকে যারা ঈদের কেনাকাটা করবেন, তাদের জন্য শর্ত সাপেক্ষে আছে ৪টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি গিফট। এর ফলে প্রতি অর্ডারেই তৈরি হচ্ছে সাশ্রয়ের সুযোগ।
নির্দিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পেমেন্টে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। অংশীদার আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিকাশ, নগদ, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, কমিউনিটি ব্যাংক, লংকাবাংলা, ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইএমআই পার্টনার হিসেবে এনআরবি ব্যাংক ও ইবিএল যিপ। এছাড়া ৭৯৯ টাকার বেশি অর্ডার করলেই মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা।
দারাজ জানিয়েছে, ঈদ সেলের জন্য ব্র্যান্ড পার্টনারদের আগ্রহ ছিল চোখেপড়ার মতো। ট্রিক্স রয়েছে প্লাটিনাম পার্টনার হিসেবে। প্যারাস্যুট অ্যাডভান্সড, ইউনিলিভার, হায়ার, লোটো এবং ওরাইমো—এরা অংশ নিয়েছে গোল্ড স্পন্সর হিসেবে। আর গ্রুম লাভিনো, পার্পল কেয়ার, ইউগ্রিন বাংলাদেশ, মাইক্রোল্যাব, কুডি, ওয়েলেসিয়া, হিমালয়া, এসকেবি, নেসলে এবং ডাবর রয়েছে সিলভার ক্যাটাগরিতে। প্রতিটি ব্র্যান্ড দিচ্ছে বিশেষ ছাড়- ইলেকট্রনিকস, গ্রোসারি, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরিতে।
এদিকে মে মাসেও দারাজের মাসিক আয়োজন সুপার ব্র্যান্ড ডে’তে রয়েছে ক্রেতাদের জন্য আলাদা চমক। এই মাসে ২০ মে হায়ার এবং ২৩ মে রেকিট বেনকিজার নিজেদের সেরা অফার নিয়ে থাকছে দারাজে- যা থাকবে কেবল ওই দিনগুলোর জন্য। ঈদের প্রস্তুতিতে অনেকেই এই ডিলগুলোকে কাজে লাগাবেন বলে প্রত্যাশা করছে দারাজ। সারাদেশে দারাজের শক্তিশালী লজিস্টিকস নেটওয়ার্ক এরই মধ্যে প্রমাণ করেছে- অনলাইন শপিং এখন শুধু শহরের না, বরং প্রতিটি জেলার জন্যও সময়-খরচ বাঁচানোর নির্ভরযোগ্য মাধ্যম। যারা ঈদের ভিড় এড়িয়ে ঘরে বসেই প্রয়োজনীয় জিনিস কিনতে চান, তাদের জন্য ৬.
উৎস: Samakal
কীওয়ার্ড: ক য ম প ইন কনট স ট ঈদ স ল র জন য অর ড র ন একট
এছাড়াও পড়ুন:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ও ময়মনসিংহের পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যে এ বিশেষ যাতায়াত সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শাখা ছাত্রদলের কর্মী নাফিস ইকবাল পিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে এ তথ্য জানিয়ে পোস্ট দেন। একইসঙ্গে শাখা সভাপতি সাগর নাইম ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপুও তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পরীক্ষার্থীদের এ সুবিধা গ্রহণের আহ্বান জানান।
আরো পড়ুন:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন
বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জন ও বিতরণের জায়গা: ইউজিসি চেয়ারম্যান
ছাত্রদল জানিয়েছে, ক্যাম্পাস থেকে দুটি বাস ছাড়বে। একটি ঢাকা রুটে এবং অপরটি ময়মনসিংহ রুটে যাবে। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এই ফ্রি সার্ভিসের আওতায় যাতায়াত করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই আগাম রেজিস্ট্রেশন করতে হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের সুবিধা নিতে পারবেন না।
শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়জুড়ে প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী পোস্ট দিয়ে ছাত্রদলের এ পদক্ষেপকে ‘শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ’ হিসেবে অভিহিত করেছেন।
শাখা সভাপতি সাগর নাইম তার পোস্টে বলেন, “প্রতি বছর বিসিএসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের আলো ছড়িয়ে দেন। আমরা চাই এ সুনাম আরো দূরে ছড়িয়ে পড়ুক, আরো উজ্জ্বল হোক। এ ধারাবাহিক সাফল্যের পথে আপনাদের পাশে থাকতে, ভালোবাসা ও সম্মান জানাতে মাভাবিপ্রবি ছাত্রদল ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।”
এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপু বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। গত বিসিএসে আমাদের বড় ভাই বিসিএস প্রশাসনে প্রথম হয়েছেন। এটি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সারা দেশের জন্যই গর্বের বিষয়। সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার্থীদের কল্যাণে আমরা এবার পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছি।”
তিনি বলেন, “বিশেষ করে অনেক নারী শিক্ষার্থী আছেন, যারা ক্যাম্পাস থেকে পরীক্ষাকেন্দ্র অনেক দূরে হওয়ায় অংশ নিতে পারেন না। আবার অনেকে যানবাহন না পেয়ে দেরিতে কেন্দ্রে পৌঁছান। আমরা চাইনি কেউ যেন যাতায়াত সমস্যার কারণে বিসিএস পরীক্ষায় পিছিয়ে পড়েন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সহায়তায় আমরা এ বাস সার্ভিসের ব্যবস্থা করেছি।”
ঢাকা/আবিদ/মেহেদী