দিনাজপুরে নদীতে ভাসছিল অজ্ঞাতনামা মরদেহ
Published: 24th, May 2025 GMT
প্রতীকী ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা বিএনপি, জেলা বিএনপির অধীনস্থ বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন এবং আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে নির্ধারিত আলোচ্য সূচি এবং সাংগঠনিক বিষয়ে প্রায় পৌনে তিন ঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, শরীফ আহমেদ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ মেম্বার, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাছির উদ্দিন বাচ্চু ,ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ,ওলামা দলের আহবায়ক হাফেজ মোঃ জাকারিয়া সদস্য সচিব আলম হোসেন প্রমুখ।