সহজ নয়, এখন কঠিন প্রতিপক্ষ চান বাংলাদেশের মেয়েরা
Published: 26th, May 2025 GMT
প্রতিদ্বন্দ্বিতায় নামলে সহজ প্রতিপক্ষ পেলেই খুশি হয় যেকোনো দল। তখন অন্তত কাগজে-কলমে হলেও জেতার সুযোগ থাকে বেশি। কিন্তু ফুটবলে জয়ই কি শেষ কথা! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার যেমন জয়টাকেই সব মনে করেন না। তাঁর বিশ্বাস, প্রতিপক্ষ কঠিন হলেই বেশি লাভ। তাদের সঙ্গে খেললে একদিকে যেমন শেখা যায়, তেমন নিজেদের উন্নতিটাও পরিমাপ করা যায়।
আরও পড়ুনদুই দিনেও সচল হয়নি বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট৭ ঘণ্টা আগে২৩ জুন থেকে শুরু এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই, চলবে ৫ জুলাই পর্যন্ত। মিয়ানমারে ‘সি’ গ্রুপের খেলায় বাংলাদেশের তিন প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। সেই টুর্নামেন্টের আগে ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবেন মেয়েরা।
আজ সকালে সেই টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছে ২৩ সদস্যের বাংলাদেশ দল। তার আগে মুঠোফোনে আফঈদা প্রথম আলোকে বলেন, ‘আমার চোখে বাংলাদেশ দলের সব পজিশনই শক্তিশালী। রুপনা-মারিয়া আপুরা ফেরায় দল আরও ভালো হয়েছে।’
এশিয়ান পর্যায়ে ভালো করতে পারছেন না মেয়েরা। এবার পারবেন তো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে