Samakal:
2025-09-18@05:29:07 GMT

বৈষম্যের শিকার ৭ উপজেলা

Published: 29th, May 2025 GMT

বৈষম্যের শিকার ৭ উপজেলা

সকাল ৮টা ৪০ মিনিট। বুক সমান পানি ঠেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষক মানিক তালুকদার। মনের কষ্টে নিজেই হাতে থাকা মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলেছেন হাসি মুখে। এ যেন নিজেকেই নিজে অভিমানে তিরস্কার করা।

এমন কষ্ট চেপে পেশাজীবন কাটিয়ে দিচ্ছেন তাহিরপুরের রামসিংহপুর গ্রামের বাসিন্দা, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক তালুকদার। বিদ্যালয়ে যাওয়ার এমন দৃশ্য নিজের ফেসবুক আইডিতে মঙ্গলবার সকালে পোস্ট করেন তিনি। এ নিয়ে সমকালের সঙ্গে যোগাযোগ করেন উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন। তিনি বলেন, পাশাপাশি উপজেলা, একই ধরনের প্রাকৃতিক পরিবেশ; কিন্তু সরকারের দুই ধরনের আইন বিদ্যমান। পাশের উপজেলার শিক্ষক কষ্ট করে বিদ্যালয়ে গেলে আলাদা ভাতা পাবেন; কিন্তু মানিক তালুকদার পাবেন না– এটা দুঃখজনক।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘টাঙ্গুয়ার হাওরপাড়ের রামসিংহপুরে বাড়ি আমার। ডেপুটেশনে পদায়ন করা হয়েছে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বাড়ি থেকে দুর্লভপুরের দূরত্ব মাত্র এক কিলোমিটার। বছরের আট মাস বিদ্যালয়ে যেতে হলে হাতে চালিত নৌকা নিয়ে যেতে হয়। তাও আবার একা বেয়ে যাওয়া (চালিয়ে যাওয়া) সম্ভব নয়। সে ক্ষেত্রে প্রতিদিন খরচ কমপক্ষে ৫০০ টাকা। বাকি চার মাস মোটরসাইকেলে বা হেঁটে যাওয়া যায়।

মঙ্গলবার নৌকার ব্যবস্থা না করতে পারায় বুক ও গলা সমান পানি ঠেলে বিদ্যালয়ে যেতে হয়েছে। এই পথে ট্রলারের কোনো ব্যবস্থা নেই। এই শিক্ষকের আক্ষেপ, উপজেলার হাওরাঞ্চলের বিদ্যালয় হিসেবে গেজেট জারি হয়েছে। পাশের ধর্মপাশা উপজেলায়ও গেজেট জারি হয়েছে। তারা হাওর ভাতা পান, এই প্রতিষ্ঠানের শিক্ষকরা পান না।

কিশোরগঞ্জের নিকলি উপজেলার শেতরা উত্তরপাড়া আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজোয়ানুল হক বলেন, বছরে সাত মাস নৌকায় এক ঘণ্টার পথ পার হয়ে বিদ্যালয়ে যান। আসার সময়ও একই অবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত। একই পরিস্থিতি মোকাবিলা করে অন্য উপজেলার শিক্ষক-কর্মচারীরা হাওর ভাতা পাচ্ছেন। তারা পাচ্ছেন না।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন বলেন, সোমবারও গণমাধ্যমে দেখেছি হাওর-দ্বীপ এবং চর উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের ভাতার জন্য ৭ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এখানেও গেজেটভুক্ত ২৩ উপজেলার মধ্যে সাত উপজেলার কোনো উল্লেখ নেই। এটা বৈষম্য। আগের সরকারের সময় এমপিদের সুপারিশে স্বজনপ্রীতি হয়েছে, এখন সেটি দূর হবে– এমন প্রত্যাশা সবার।

জানা যায়, দেশের ২৩টি উপজেলাকে হাওর-দ্বীপ ও চর উপজেলা ঘোষণা করে সরকারি চাকরিজীবীরা বেতনের সঙ্গে বেতন গ্রেড অনুযায়ী ১ হাজার ৬৫০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাওর ভাতা পাচ্ছেন। ওই ২৩টি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় কর্মরত সরকারি চাকরিজীবী স্থানীয় বাসিন্দারা হাওর ভাতা পাচ্ছেন না। অন্য ১৬ উপজেলার তারা ভাতা পাচ্ছেন।

২০১৯ সালের ৫ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ দেশের ১৬টি উপজেলাকে হাওর, দ্বীপ ও চর উপজেলা হিসেবে প্রজ্ঞাপন জারি করে। এতে সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা, দোয়ারাবাজার, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নেত্রকোনার খালিয়াজুরী, হবিগঞ্জের আজমিরীগঞ্জ, চট্টগামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালি, কুড়িগ্রামের রৌমারি, চর রাজিবপুর, পটুয়াখালীর রাঙাবালি ও ভোলার মনপুরাকে অন্তর্ভুক্ত করা হয়।

দ্বিতীয় ধাপে ২০২২ সালের ২৬ জানুয়ারি আরেক প্রজ্ঞাপনে সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, কিশোরগঞ্জের নিকলী, নেত্রকোনার মদন ও হবিগঞ্জের লাখাই উপজেলাকে হাওর উপজেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত সাতটি উপজেলার প্রজ্ঞাপনে ‘স্থানীয় বাসিন্দাগণ নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন এই ভাতা প্রাপ্য হইবেন না’– এমন বাক্য লেখা রয়েছে। অথচ শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা সবাই স্থানীয় বাসিন্দা হিসেবে নিজ উপজেলায় সরকারি চাকরির সুযোগ পান।

নোয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর রায় বলেন, নিশ্চয়ই কারও ভুলের শিকার হচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত এক কর্মকর্তা জানান, ২০১৯ সালের ৫ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ দেশের ১৬টি উপজেলাকে হাওর, দ্বীপ ও চর উপজেলা হিসেবে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে স্থানীয়রা হাওর ভাতা পাবেন না– এমন বাক্য উল্লেখ করা ছিল না।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, গেজেটভুক্ত হয়েছে, সেসব উপজেলার সব শিক্ষক-কর্মচারী যাতে ভাতা পান সে বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ উপজ ল র শ স ন মগঞ জ হ ওর ভ ত উপজ ল য় উপজ ল ক র উপজ ল র সরক র

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ